বাস্তবে তিনি না থেকেও আছেন পর্দা জুড়ে। জুন মাসে মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি ছবি, ‘তৃতীয় পুরুষ’। ২০১৮-য় রাজ মুখোপাধ্যায় ‘তৃতীয় পুরুষ’ বানিয়েছিলেন। কেন্দ্রীয় চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়।
2/ 5
তাঁকে ঘিরে মনোজ মিত্র, দীপঙ্কর দে, শ্রীলেখা মিত্র, ইন্দ্রজিৎ চক্রবর্তী, দোলন রায়, শিশুশিল্পী শুভদর্শী মুখোপাধ্যায়। ২০১৯-এ ছবির সমস্ত কাজ শেষ। ২০২০-তে মুক্তি পাওয়ার কথা ছিল ছবি। অতিমারি সব ওলটপালট করে দিয়েছে।
3/ 5
ছবির পটভূমিকায় ডিমেনশিয়ায় আক্রান্ত বিপত্নীক সৌমিত্র। ছেলে এবং (ইন্দ্রজিৎ) বৌমা (শ্রীলেখা) বিচ্ছিন্ন। এক মাত্র নাতি দাদুর হেফাজতে। যে মানুষ নিজেকেই নিজে সামলাতে পারেন না তিনি কী করে এক শিশুর দায়িত্ব বহন করবেন?
4/ 5
বিচ্ছেদের সন্তানও কি খুব সুস্থ ভাবে মানুষ হবে? উঠে আসবে এই ছবিতে। ছবিতে অভিনেতার বন্ধুর চরিত্রে দেখা যাবে মনোজ মিত্রকে। অন্যদিকে আইনজীবী হিসেহে রয়েছেন দীপঙ্কর দে। ছবিটি মুক্তি পাচ্ছে ১০ জুন।
5/ 5
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বেলাশুরু। এই ছবিটিতেও অভিনয় করলেও স্বচক্ষে দেখতে পেলেন না সৌমিত্র। এবার মুক্তি পেতে চলেছে তৃতীয় পুরুষ। এই ছবি দেখেও নস্ট্যালজিক হবে বাঙালি।