Bollywood Gossip: সোনাক্ষীকে ভালবাসেন না জাহির? 'জামাই' প্রসঙ্গে সকলের সামনে এ কী বললেন শত্রুঘ্নর স্ত্রী

Last Updated:
ওই এপিসোডে পুনম সিনহা এবং শত্রুঘ্ন সিনহার প্রেম কাহিনি প্রসঙ্গে জানতে চেয়েছিলেন অর্চনা পূরণ সিং। আসলে কার কাছ থেকে প্রথম প্রেম প্রস্তাব এসেছিল, সেই বিষয়ে জানতে চান তিনি। শত্রুঘ্ন বলে ওঠেন, “উনি আমায় প্রোপোজ করতে বাধ্য করেছিলেন।”
1/11
সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সঙ্গে ছিলেন স্ত্রী পুনম সিনহা, কন্যা সোনাক্ষী সিনহা এবং জামাই জাহির ইকবাল।
সম্প্রতি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সঙ্গে ছিলেন স্ত্রী পুনম সিনহা, কন্যা সোনাক্ষী সিনহা এবং জামাই জাহির ইকবাল।
advertisement
2/11
ওই এপিসোডে আপাতদৃষ্টিতে তির্যক ভঙ্গিতে সোনাক্ষী আর জাহিরকে নিয়ে একপ্রকার ব্যঙ্গই করতে দেখা গেল শত্রুঘ্ন-পত্নীকে। কিন্তু কী এমন বললেন পুনম? তিনি আসলে বলেছিলেন যে, জামাই জাহিরকে বেশি ভালবাসেন তাঁর মেয়ে।
ওই এপিসোডে আপাতদৃষ্টিতে তির্যক ভঙ্গিতে সোনাক্ষী আর জাহিরকে নিয়ে একপ্রকার ব্যঙ্গই করতে দেখা গেল শত্রুঘ্ন-পত্নীকে। কিন্তু কী এমন বললেন পুনম? তিনি আসলে বলেছিলেন যে, জামাই জাহিরকে বেশি ভালবাসেন তাঁর মেয়ে।
advertisement
3/11
পুনমের কথায়, “আমার মা বলতেন যে, সব সময় তার সঙ্গেই বিয়ে করা উচিত, যে তোমায় বেশি ভালবাসবে। সেটা তো আমি শুনে নিয়েছিলাম। আর সেটা করেও নিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে কী করল? ও আসলে এমন একজনকে বিয়ে করল, যাকে ও নিজে বেশি ভালবাসে।”
পুনমের কথায়, “আমার মা বলতেন যে, সব সময় তার সঙ্গেই বিয়ে করা উচিত, যে তোমায় বেশি ভালবাসবে। সেটা তো আমি শুনে নিয়েছিলাম। আর সেটা করেও নিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে কী করল? ও আসলে এমন একজনকে বিয়ে করল, যাকে ও নিজে বেশি ভালবাসে।”
advertisement
4/11
মাঝে সোনাক্ষী একপ্রকার ফোড়ন কেটে বলেন যে, “ওটা অবশ্য বিতর্ক সাপেক্ষ! কারণ ওর (জাহির) মনে হয় যে, ও আমায় বেশি ভালবাসে। আর আমার মনে হয়, আমি ওকে বেশি ভালবাসি। তাহলে কে এই মামলার নিষ্পত্তি করবে?”
মাঝে সোনাক্ষী একপ্রকার ফোড়ন কেটে বলেন যে, “ওটা অবশ্য বিতর্ক সাপেক্ষ! কারণ ওর (জাহির) মনে হয় যে, ও আমায় বেশি ভালবাসে। আর আমার মনে হয়, আমি ওকে বেশি ভালবাসি। তাহলে কে এই মামলার নিষ্পত্তি করবে?”
advertisement
5/11
রেডিটে ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ। পুনম কেন এহেন মন্তব্য করলেন, তা নি-য়ে তাজ্জব বনে গিয়েছেন সোনাক্ষীর ভক্তরাও। একজন তো লিখেছেন যে, “হে ঈশ্বর। এটা ভীষণই দুঃখজনক। আর এটা দেখাটা বেশ বিশ্রীও বটে! ওঁরা ভেবেছিলেন যে, পুনমের এই মন্তব্য সম্পূর্ণ অন্যদিকে বিষয়টিকে ঘুরিয়ে দেবে। আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে, বিষয়টায় বেশ আঘাত পেয়েছেন জাহিরও।”
রেডিটে ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ। পুনম কেন এহেন মন্তব্য করলেন, তা নি-য়ে তাজ্জব বনে গিয়েছেন সোনাক্ষীর ভক্তরাও। একজন তো লিখেছেন যে, “হে ঈশ্বর। এটা ভীষণই দুঃখজনক। আর এটা দেখাটা বেশ বিশ্রীও বটে! ওঁরা ভেবেছিলেন যে, পুনমের এই মন্তব্য সম্পূর্ণ অন্যদিকে বিষয়টিকে ঘুরিয়ে দেবে। আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে, বিষয়টায় বেশ আঘাত পেয়েছেন জাহিরও।”
advertisement
6/11
অন্য একজন আবার লিখেছেন, “সোনা খুব সুন্দর ভাবে বিষয়টাকে সামলালেন। আপনারা দেখুন, জাহিরের যে খারাপ লেগেছে, সেটা বুঝে গিয়েছিলেন সোনাক্ষী।”
অন্য একজন আবার লিখেছেন, “সোনা খুব সুন্দর ভাবে বিষয়টাকে সামলালেন। আপনারা দেখুন, জাহিরের যে খারাপ লেগেছে, সেটা বুঝে গিয়েছিলেন সোনাক্ষী।”
advertisement
7/11
অন্য এক ভক্ত লিখেছেন, “সোনাক্ষী যেভাবে বিষয়টি সামলালেন, সেটা খুবই সুন্দর। কিন্তু জাহিরের জন্য আমার খুব খারাপ লেগেছে।” অন্য এক নেটিজেনের মন্তব্য, “গোটা এপিসোডটা খুবই জঘন্য ছিল।”
অন্য এক ভক্ত লিখেছেন, “সোনাক্ষী যেভাবে বিষয়টি সামলালেন, সেটা খুবই সুন্দর। কিন্তু জাহিরের জন্য আমার খুব খারাপ লেগেছে।” অন্য এক নেটিজেনের মন্তব্য, “গোটা এপিসোডটা খুবই জঘন্য ছিল।”
advertisement
8/11
ওই এপিসোডে পুনম সিনহা এবং শত্রুঘ্ন সিনহার প্রেম কাহিনি প্রসঙ্গে জানতে চেয়েছিলেন অর্চনা পূরণ সিং। আসলে কার কাছ থেকে প্রথম প্রেম প্রস্তাব এসেছিল, সেই বিষয়ে জানতে চান তিনি। শত্রুঘ্ন বলে ওঠেন, “উনি আমায় প্রোপোজ করতে বাধ্য করেছিলেন।”
ওই এপিসোডে পুনম সিনহা এবং শত্রুঘ্ন সিনহার প্রেম কাহিনি প্রসঙ্গে জানতে চেয়েছিলেন অর্চনা পূরণ সিং। আসলে কার কাছ থেকে প্রথম প্রেম প্রস্তাব এসেছিল, সেই বিষয়ে জানতে চান তিনি। শত্রুঘ্ন বলে ওঠেন, “উনি আমায় প্রোপোজ করতে বাধ্য করেছিলেন।”
advertisement
9/11
এরপর স্মৃতি রোমন্থন করে পুনম জানান যে, “আমার মা প্রথমে এই সম্পর্ক মেনে নিতে চাননি। ওঁর দাদা আমাদের বাড়িতে আমার মায়ের সঙ্গে প্রথম কথা বলতে এসেছিলেন। কিন্তু আমার মা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, একেবারেই না। ফিল্মি দুনিয়ার কোনও ছেলেকে আমরা চাই না।”
এরপর স্মৃতি রোমন্থন করে পুনম জানান যে, “আমার মা প্রথমে এই সম্পর্ক মেনে নিতে চাননি। ওঁর দাদা আমাদের বাড়িতে আমার মায়ের সঙ্গে প্রথম কথা বলতে এসেছিলেন। কিন্তু আমার মা সাফ জানিয়ে দিয়েছিলেন যে, একেবারেই না। ফিল্মি দুনিয়ার কোনও ছেলেকে আমরা চাই না।”
advertisement
10/11
এই গল্পে একটা মজাদার ট্যুইস্ট ছিল, সেই প্রসঙ্গেই কথা বলেন শত্রুঘ্ন। তাঁর বক্তব্য, “পুনমের মা বলেছিলেন যে, ‘আপনি কি নিজের ভাইকে দেখেছেন? ও বিহারি, গলির গুণ্ডা আর আমাদের মেয়ে একেবারে দুধের মতো সুন্দর, চকচকে ফর্সা আর মিস ইন্ডিয়া’।”
এই গল্পে একটা মজাদার ট্যুইস্ট ছিল, সেই প্রসঙ্গেই কথা বলেন শত্রুঘ্ন। তাঁর বক্তব্য, “পুনমের মা বলেছিলেন যে, ‘আপনি কি নিজের ভাইকে দেখেছেন? ও বিহারি, গলির গুণ্ডা আর আমাদের মেয়ে একেবারে দুধের মতো সুন্দর, চকচকে ফর্সা আর মিস ইন্ডিয়া’।”
advertisement
11/11
এখানেই শেষ নয়, অভিনেতাও নিজেদের মিল না থাকা চেহারার বর্ণনা দিয়ে বলেন যে, “আপনারা যদি আমাদের সঙ্গে একসঙ্গে দাঁড় করিয়ে একটা রঙিন ছবি তোলেন, তাহলে সেটা দেখে সাদা-কালো বলে মনে হবে।” প্রথম দিকে বাধা-বিপত্তি এলেও ১৯৮০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ওই দম্পতি। সেই সময় থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা।
এখানেই শেষ নয়, অভিনেতাও নিজেদের মিল না থাকা চেহারার বর্ণনা দিয়ে বলেন যে, “আপনারা যদি আমাদের সঙ্গে একসঙ্গে দাঁড় করিয়ে একটা রঙিন ছবি তোলেন, তাহলে সেটা দেখে সাদা-কালো বলে মনে হবে।” প্রথম দিকে বাধা-বিপত্তি এলেও ১৯৮০ সালে বিয়ের পিঁড়িতে বসেন ওই দম্পতি। সেই সময় থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা।
advertisement
advertisement
advertisement