মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলেন কেকে। বৃহস্পতিবার তাঁর পার্থিব শরীর পঞ্চভূতে বিলীন হল। বাবার মুখাগ্নি করেন কেকে-র ছেলে নকুল। কান্নায় ভেঙে পড়েন তিনি। কেকের আন্তিমযাত্রায় হাজির ছিলেন শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিকসহ অনেকে। বন্ধকে শেষবার দেখতে আসেন হরিহরন। এসেছিলেন শঙ্কর মহাদেবন। জাভেদ আখতারকেও দেখা যায় কেকের শেষযাত্রায়। ফারহান আখতার ছিলেন। বন্ধুর শেষযাত্রায় পাশে ছিলেন অভিজিত্। বৃহস্পতিবার কেকের শেষকৃত্য সম্পন্ন হয়।