Durnibar-Mohor: সন্তান জন্মের পর নতুন চমক! কী ঘটল মোহর-দুর্নিবারের জীবনে, রইল ছবি

Last Updated:
Honeymoon Photo of Durnibar-Mohor: ৪ঠা ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন মোহর৷ এখন ছেলেকে ঘিরেই চলছে দুর্নিবার-মোহরের ঘরকন্না৷ তার মাঝেই দুর্নিবার দিলেন বিরাট চমক! সেশলস দ্বীপে তাঁদের প্রেমে মাখোমাখো ছবি পোস্ট করেছেন গায়ক৷
1/9
কোল আলো করে ছেলে এসেছে৷ মোহর-দুর্নিবারের ঘরে এখন চূড়ান্ত ব্যস্ততা৷ ৪ঠা ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন মোহর৷ এখন ছেলেকে ঘিরেই চলছে দুর্নিবার-মোহরের ঘরকন্না৷
কোল আলো করে ছেলে এসেছে৷ মোহর-দুর্নিবারের ঘরে এখন চূড়ান্ত ব্যস্ততা৷ ৪ঠা ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দেন মোহর৷ এখন ছেলেকে ঘিরেই চলছে দুর্নিবার-মোহরের ঘরকন্না৷
advertisement
2/9
তার মাঝেই দুর্নিবার দিলেন বিরাট চমক! সেশলস দ্বীপে তাঁদের প্রেমে মাখোমাখো ছবি পোস্ট করেছেন গায়ক৷
তার মাঝেই দুর্নিবার দিলেন বিরাট চমক! সেশলস দ্বীপে তাঁদের প্রেমে মাখোমাখো ছবি পোস্ট করেছেন গায়ক৷
advertisement
3/9
হঠাৎ এই ছবি দেখে সকলেই তাজ্জব বনে যান৷ ছোট্ট ছেলেকে নিয়ে এরই মধ্যে তাঁরা পৌঁছে গেলেন সুদূর বিদেশে?
হঠাৎ এই ছবি দেখে সকলেই তাজ্জব বনে যান৷ ছোট্ট ছেলেকে নিয়ে এরই মধ্যে তাঁরা পৌঁছে গেলেন সুদূর বিদেশে?
advertisement
4/9
তবে একটু মন দিয়ে ছবি দেখলেই বুঝবেন এটা আগের ছবি৷ ছবির উপর লেখা রয়েছে #lastyearফলে বোঝা যাচ্ছে যে বিয়ের পরপর হানিমুনের ছবি এখন পোস্ট করা হয়েছে৷
তবে একটু মন দিয়ে ছবি দেখলেই বুঝবেন এটা আগের ছবি৷ ছবির উপর লেখা রয়েছে #lastyearফলে বোঝা যাচ্ছে যে বিয়ের পরপর হানিমুনের ছবি এখন পোস্ট করা হয়েছে৷
advertisement
5/9
অসম্ভব সুন্দর বিদেশি এই দ্বীপ যেন গভীর প্রেমের সাক্ষী৷ সেখানেই নিজেদের ভালবাসার সব কথা যেন উজার করে দিয়েছেন দুর্নিবার সাহা-মোহর সেন৷
অসম্ভব সুন্দর বিদেশি এই দ্বীপ যেন গভীর প্রেমের সাক্ষী৷ সেখানেই নিজেদের ভালবাসার সব কথা যেন উজার করে দিয়েছেন দুর্নিবার সাহা-মোহর সেন৷
advertisement
6/9
এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দুর্নিবার সাহা (Durnibar Saha)৷ পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেন (Mohor Sen)৷
এক বছর প্রেম পর্বের পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন দুর্নিবার সাহা (Durnibar Saha)৷ পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেন (Mohor Sen)৷
advertisement
7/9
মোহর আর দুর্নিবারের প্রেম প্রথম থেকেই চর্চায় ছিল। প্রথমে ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা মীনাক্ষিকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায়, সম্পর্কে ভাঙন ধরেছে এই গান-দম্পতির। দুর্নিবার জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। সে সম্পর্ক নিয়ে কখনই খুব একটা রাখঢাক করেননি দুর্নিবার বা মোহর। শেষমেশ হইহই করে বিয়ে করে নিলেন তাঁরা।
মোহর আর দুর্নিবারের প্রেম প্রথম থেকেই চর্চায় ছিল। প্রথমে ধূমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা মীনাক্ষিকে বিয়ে করেছিলেন দুর্নিবার। সে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায়, সম্পর্কে ভাঙন ধরেছে এই গান-দম্পতির। দুর্নিবার জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। সে সম্পর্ক নিয়ে কখনই খুব একটা রাখঢাক করেননি দুর্নিবার বা মোহর। শেষমেশ হইহই করে বিয়ে করে নিলেন তাঁরা।
advertisement
8/9
গত মার্চ মাসে বিয়ে করেন দুর্নিবার-ঐন্দ্রিলা। এবং অক্টোবরেই প্রেগন্যান্সির কথা সামনে আনেন মোহর৷
গত মার্চ মাসে বিয়ে করেন দুর্নিবার-ঐন্দ্রিলা। এবং অক্টোবরেই প্রেগন্যান্সির কথা সামনে আনেন মোহর৷
advertisement
9/9
তারপর পুত্রসন্তান কোলে আসেন তাঁদের৷
তারপর পুত্রসন্তান কোলে আসেন তাঁদের৷
advertisement
advertisement
advertisement