Bengal Talent: বাংলার ছোট্ট মেয়ে কাঁপাচ্ছে দেশ! ‘সুপার ডান্সার ৫’ জয়ী সুকৃতির জীবন একবারেই রূপকথার মতো
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
কলকাতার এক বেসরকারি চ্যানেলের প্রতিযোগিতা থেকেই শুরু হয়েছিল তার যাত্রা। সেখান থেকে মুম্বইয়ের আলোঝলমলে মঞ্চে পৌঁছে যাওয়া-ছিল অনেক লড়াই
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : বয়স মাত্র নয়, অথচ তার নাচে মুগ্ধ আজ গোটা দেশ। শিলিগুড়ির হায়দারপাড়ার সুকৃতি পাল এখন জাতীয় পর্দার পরিচিত মুখ। সোনি টিভির জনপ্রিয় নৃত্য প্রতিযোগিতা ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৫’-এর মঞ্চে নিজের নাচের জাদুতে সে জিতে নিয়েছে এবারের বিজয়ীর মুকুট। এবছর দু’জন প্রতিযোগীকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে, আর তাঁদের মধ্যে একজন হলেন শিলিগুড়ির এই খুদে নৃত্যশিল্পী।
advertisement
ফাইনালের ফল ঘোষণার পরই যেন আনন্দে ভরে উঠেছে শহর শিলিগুড়ি। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা, এলাকায় বাজি ফাটানো আর হাসিমুখে গর্বের গল্প— সর্বত্রই এখন সুকৃতির নাম।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
ছোট্ট ঘর, সীমিত সামর্থ্য— কিন্তু অসীম ইচ্ছাশক্তি। সকাল থেকে রাত অবধি ঘরে ঘরে প্র্যাকটিস, আঘাত পেয়েও নাচ থামায়নি সে। শাস্ত্রীয় নৃত্য, ব্রেকিং, হিপহপ— সব ধারাতেই সমান দক্ষ সুকৃতি। তার নিজের কথায়, “ঘর ছোট হলেও স্বপ্নটা অনেক বড়।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
এই সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের অদম্য সমর্থন ও শিক্ষকদের পরিশ্রম। বাবা সন্তু পাল একজন স্কুলশিক্ষক, মা শুক্লা পাল গৃহবধূ। মেয়ের প্রতিভাকে ছায়া দিয়ে বড় করেছেন তাঁরা, বাধা এলেও কখনও থামতে দেননি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
সুকৃতির তিনজন নৃত্যগুরু - অশিক সরকার (শাস্ত্রীয় নৃত্য), কৌশিক চৌধুরী (ব্রেকিং), আমান পরোয়ানা (হিপহপ)।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
কলকাতার এক বেসরকারি চ্যানেলের প্রতিযোগিতা থেকেই শুরু হয়েছিল তার যাত্রা। সেখান থেকে মুম্বইয়ের আলোঝলমলে মঞ্চে পৌঁছে যাওয়া— যেন এক রূপকথার গল্প। আর সেই গল্পের শেষ অধ্যায়ে আজ লেখা হয়েছে জয়ের কাব্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement