Abir Chatterjee: মেধার সম্মান, স্বপ্নের মঞ্চে আবির চট্টোপাধ্যায়! শিলিগুড়ি এডুকেশন এক্সপোতে নতুন দিশা

Last Updated:
মেধা যখন সম্মান পায়, তখনই জন্ম নেয় নতুন স্বপ্ন। শিলিগুড়িতে সেই স্বপ্নপূরণের মঞ্চ হয়ে উঠেছে জেআইএস এডুকেশন এক্সপো ২০২৫।
1/5
মেধার সম্মান, স্বপ্নের মঞ্চে আবির চ্যাটার্জী — শিলিগুড়ি এডুকেশন এক্সপোতে নতুন দিশা
মেধার সম্মান, স্বপ্নের মঞ্চে আবির চট্টোপাধ্যায় — শিলিগুড়ি এডুকেশন এক্সপোতে নতুন দিশা
advertisement
2/5
মেধা যখন সম্মান পায়, তখনই নতুন স্বপ্ন বোনা শুরু হয়। আর সেই স্বপ্নের মঞ্চে যদি পাশে থাকেন সকলের প্রিয় অভিনেতা আবির চ্যাটার্জী, তাহলে সেই উৎসাহ হয় দ্বিগুণ!
মেধা যখন সম্মান পায়, তখনই নতুন স্বপ্ন বোনা শুরু হয়। আর সেই স্বপ্নের মঞ্চে যদি পাশে থাকেন সকলের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, তাহলে সেই উৎসাহ হয় দ্বিগুণ!
advertisement
3/5
শিলিগুড়ির ছাত্রছাত্রীদের জন্য এমনই এক স্বপ্নপূরণের মঞ্চ খুলে দিল জেআইএস এডুকেশন এক্সপো ২০২৫। পূর্ব ভারতের অন্যতম বড় এই শিক্ষা মেলায় ৩৯টি প্রতিষ্ঠান, ১৮৫টি কোর্স আর ৪৫,০০০-এর বেশি ছাত্রছাত্রী — এক ছাদের তলায়। শুধু পড়াশোনা নয়, এই এক্সপো মানে হাতে-কলমে ওয়ার্কশপ, অভিজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগ আর সরাসরি ক্যারিয়ার পরামর্শ।
শিলিগুড়ির ছাত্রছাত্রীদের জন্য এমনই এক স্বপ্নপূরণের মঞ্চ খুলে দিল জেআইএস এডুকেশন এক্সপো ২০২৫। পূর্ব ভারতের অন্যতম বড় এই শিক্ষা মেলায় ৩৯টি প্রতিষ্ঠান, ১৮৫টি কোর্স আর ৪৫,০০০-এর বেশি ছাত্রছাত্রী — এক ছাদের তলায়। শুধু পড়াশোনা নয়, এই এক্সপো মানে হাতে-কলমে ওয়ার্কশপ, অভিজ্ঞদের সঙ্গে কথা বলার সুযোগ আর সরাসরি ক্যারিয়ার পরামর্শ।
advertisement
4/5
এই মঞ্চেই ৯০টিরও বেশি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাতালিকাভুক্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। যারা কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে পরিবারের গর্ব, তাদের হাতে সম্মাননা তুলে দেন খ্যাতনামা অভিনেতা আবির চ্যাটার্জী। মেধার সম্মান পেয়ে খুশি ছাত্রছাত্রী, অভিভাবক সবাই। অভিনেতা আবিরের হাত থেকে ট্রফি নেওয়া এক মেধাবী ছাত্রীর কথায়, ‘‘আজকের এই সম্মানই আগামী দিনের লড়াইয়ে আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।’’
এই মঞ্চেই ৯০টিরও বেশি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাতালিকাভুক্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। যারা কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে পরিবারের গর্ব, তাদের হাতে সম্মাননা তুলে দেন খ্যাতনামা অভিনেতা আবির চ্যাটার্জী। মেধার সম্মান পেয়ে খুশি ছাত্রছাত্রী, অভিভাবক সবাই। অভিনেতা আবিরের হাত থেকে ট্রফি নেওয়া এক মেধাবী ছাত্রীর কথায়, ‘‘আজকের এই সম্মানই আগামী দিনের লড়াইয়ে আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।’’
advertisement
5/5
শিলিগুড়ির এই এক্সপো যেন প্রমাণ করল — মেধা হারায় না, যদি মেলে সঠিক দিশা আর সঠিক সম্মান। আর পাশে থাকে সমাজের অনুপ্রেরণা, অভিনেতা আবির চ্যাটার্জীর মতো মানুষ!
শিলিগুড়ির এই এক্সপো যেন প্রমাণ করল — মেধা হারায় না, যদি মেলে সঠিক দিশা আর সঠিক সম্মান। আর পাশে থাকে সমাজের অনুপ্রেরণা, অভিনেতা আবির চট্টোপাধ্যায়র মতো মানুষ!
advertisement
advertisement
advertisement