•কনীনিকা বন্দোপাধ্যায় চুল কাটতে এসেছেন আর চুল কেটে দিচ্ছেন সিধু।এরম দৃশ্য সত্যি চমক লাগালো পূর্ণ দাস রোডের "বেলে কার্লস"এ।উপস্থিত লোকেরা এই মুহূর্ত দেখে সত্যিই বুঝে উঠতে পারছিলেন না আসলে হচ্ছেটা কি! চুল কাটছেন সিধু,হাতে লম্বা কাঁচি,চেয়ারে বসে কনীনিকা চুল কাটছেন।