Siddharth Ray Baazigar Actor: এক সময় টেক্কা দিচ্ছিলেন শাহরুখকে, একটি ভুলে সব শেষ! ৪০-এই প্রয়াত বাঙালি নায়ক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Siddharth Ray Baazigar Actor: গল্পের কেন্দ্রে না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতার জোরে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন সিদ্ধার্থ রায়।
advertisement
advertisement
advertisement
১৯৬৩ সালের ১৯ জুলাই বাঙালি পরিবারে জন্মেছিলেন সিদ্ধার্থ। তাঁর বাবা ড. সুব্রত রায় ছিলেন একজন অর্থনীতিবিদ। তাঁর মা চারুশীলা রায়ের বাবা ছিলেন বিখ্য়াত পরিচালক ভি শান্তারাম। বিখ্যাত পরিচালক ভি শান্তারামের নাতি ছিলেন সুশান্ত ওরফে সিদ্ধার্থ রায়। ১৩ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন তিনি। ১৯৮৭ সালে ঝাঁঝর ছবিতে প্রথম প্রাপ্তবয়স্ক হিসেবে অভিনয় সিদ্ধার্থের।
advertisement
advertisement
advertisement
advertisement
১৯৯২ সালে দক্ষিণী অভিনেত্রী ভানুপ্রিয়ার বোন শান্তিপ্রিয়াকে বিয়ে করেন সিদ্ধার্থ। শান্তিপ্রিয়াও পেশায় একজন অভিনেত্রী। দীর্ঘ দিন ধরে সম্পর্কে থাকার পর সাতপাক ঘুরেছিলেন তাঁরা। দুই ছেলেও আছে তাঁদের। পেশাগত ও পারিবারিক, দু'দিকই সমান তালে সামলাচ্ছিলেন সিদ্ধার্থ। কিন্তু খুব বেশি দিন সাফল্য় উপভোগ করতে পারেননি তিনি।
advertisement