বলিউড পেয়েছে নতুন তারকা দম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মঙ্গলবার সন্ধ্যায় বিবাহ সম্পন্ন হল তাঁদের। সমস্ত রীতি আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
2/ 8
মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরেছিলেন বর-কনে। কেবল বিয়ে নয়, প্রাক-বিবাহ অনুষ্ঠানেও সিড-কিয়ারা এই ডিজাইনারের পোশাকে সেজেছিলেন।
3/ 8
৯ ডিসেম্বর ওখানে ছিল প্রথম রিসেপশন। এরপর ১২ ডিসেম্বর দ্বিতীয় রিসেপশন দেন মুম্বইতে। হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। হাজির হয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারও।
4/ 8
রংমিলিয়ে বিয়ের পোশাক। বিয়ের দিন একে অপরকে যেন চোখে হারাচ্ছিলেন দুজনে
5/ 8
এবার সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আরও ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন ডিজাইনার মণীশ মালহোত্রা
6/ 8
শুধু সিদ্ধার্থ-কিয়ারাই নন, তাঁদের বাবা-মায়েরাও সেজেছিলেন মণীশেরই পোশাকে
Siddharth Kiara Wedding: রাজকীয় পোশাক, আলো ঝলমলে রাত, প্রকাশ্যে এল সিড-কিয়ারার বিয়ের আরও নানা মুহূর্তের ছবি
বলিউড পেয়েছে নতুন তারকা দম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মঙ্গলবার সন্ধ্যায় বিবাহ সম্পন্ন হল তাঁদের। সমস্ত রীতি আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
Siddharth Kiara Wedding: রাজকীয় পোশাক, আলো ঝলমলে রাত, প্রকাশ্যে এল সিড-কিয়ারার বিয়ের আরও নানা মুহূর্তের ছবি
৯ ডিসেম্বর ওখানে ছিল প্রথম রিসেপশন। এরপর ১২ ডিসেম্বর দ্বিতীয় রিসেপশন দেন মুম্বইতে। হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। হাজির হয়েছিল ক্যাপ্টেন বিক্রম বাত্রার পরিবারও।