Shruti Haasan : গান, অভিনয়, ফ্যাশন। শ্রুতি হাসান এক কথায় ডিভা, দেখুন তাঁর ঝড় তোলা কিছু ছবি

Last Updated:
Shruti Haasan : শ্রুতি হাসানের জন্মদিন। হিন্দি, তামিল ও তেলুগু ছবিতে যথেষ্ঠ পরিচিত তিনি। গায়িকা হিসেবেও জনপ্রিয় তিনি।
1/10
শ্রুতি হাসানের জন্মদিন। হিন্দি, তামিল ও তেলুগু ছবিতে যথেষ্ঠ পরিচিত তিনি। গায়িকা হিসেবেও জনপ্রিয় তিনি। এছাড়াও বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে তিনি। তবে অভিনয় ও গানের পাশাপাশি শ্রুতি একজন ফ্যাশনিস্তাও। প্রায়ই নানা রকম পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি।
শ্রুতি হাসানের জন্মদিন। হিন্দি, তামিল ও তেলুগু ছবিতে যথেষ্ঠ পরিচিত তিনি। গায়িকা হিসেবেও জনপ্রিয় তিনি। এছাড়াও বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে তিনি। তবে অভিনয় ও গানের পাশাপাশি শ্রুতি একজন ফ্যাশনিস্তাও। প্রায়ই নানা রকম পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি।
advertisement
2/10
গাঢ় সবুজ রঙের শাড়িতে শ্রুতি হাসান। শাড়ির সঙ্গে মানানসই মেক আপ ও সাজ ত্বন্বীর।
গাঢ় সবুজ রঙের শাড়িতে শ্রুতি হাসান। শাড়ির সঙ্গে মানানসই মেক আপ ও সাজ ত্বন্বীর।
advertisement
3/10
কালো লেদার মারমেড ড্রেসে শ্রুতি হাসান। পোশাকের হাতায় রয়েছে নাটকীয়তা।
কালো লেদার মারমেড ড্রেসে শ্রুতি হাসান। পোশাকের হাতায় রয়েছে নাটকীয়তা।
advertisement
4/10
কালো শর্ট ড্রেসে স্পষ্ট শ্রুতির টোনড পদযুগল। এই ছবিটি তোলা দুবাইতে।
কালো শর্ট ড্রেসে স্পষ্ট শ্রুতির টোনড পদযুগল। এই ছবিটি তোলা দুবাইতে।
advertisement
5/10
বান্দ্রার সেন্ট অ্যান্ড্রিউজ কলেজের ছাত্রী শ্রুতি হাসান। কলেজে পড়াকালীন তাঁর নিজের একটি রক ব্যান্ড ছিল।
বান্দ্রার সেন্ট অ্যান্ড্রিউজ কলেজের ছাত্রী শ্রুতি হাসান। কলেজে পড়াকালীন তাঁর নিজের একটি রক ব্যান্ড ছিল।
advertisement
6/10
ডেনিমের উপরে ডেনিম। এই লুকেও ফ্যাশনিস্তা শ্রুতি হাসান। গায়িকা-নায়িকার অনুরাগীর সংখ্যাও অনেক।
ডেনিমের উপরে ডেনিম। এই লুকেও ফ্যাশনিস্তা শ্রুতি হাসান। গায়িকা-নায়িকার অনুরাগীর সংখ্যাও অনেক।
advertisement
7/10
কালো রঙের পোশাকে শ্রুতি। সঙ্গে শিমারিং জ্যাকেট। ও বড় বেল্ট। যেকোনও রাতের পার্টিতে এই পোশাক পরা যেতে পারে।
কালো রঙের পোশাকে শ্রুতি। সঙ্গে শিমারিং জ্যাকেট। ও বড় বেল্ট। যেকোনও রাতের পার্টিতে এই পোশাক পরা যেতে পারে।
advertisement
8/10
হালকা নীলের উপরে পলকা ডটস। সঙ্গে গোলাপি ব্লাউজ। এই শাড়িতেও স্নিগ্ধ সাজ শ্রুতি হাসানের।
হালকা নীলের উপরে পলকা ডটস। সঙ্গে গোলাপি ব্লাউজ। এই শাড়িতেও স্নিগ্ধ সাজ শ্রুতি হাসানের।
advertisement
9/10
রঙিন বিকিনিতে জলকেলী শ্রুতি হাসানের। এর সঙ্গে একটি স্যারং পরেছেন অভিনেত্রী।
রঙিন বিকিনিতে জলকেলী শ্রুতি হাসানের। এর সঙ্গে একটি স্যারং পরেছেন অভিনেত্রী।
advertisement
10/10
বডি কন ড্রেসে টোনড চেহারা স্পষ্ট শ্রুতির। এর সঙ্গে সামান্য মেক আপ ও হালকা অ্যাকসেসরিজ নজর কেড়েছে।
বডি কন ড্রেসে টোনড চেহারা স্পষ্ট শ্রুতির। এর সঙ্গে সামান্য মেক আপ ও হালকা অ্যাকসেসরিজ নজর কেড়েছে।
advertisement
advertisement
advertisement