Shruti Haasan Marriage Plan: 'লিভ ইন করলেও বিয়েতে ভীষণ ভয়'! শান্তনুকে কেন বিয়ে করতে নারাজ শ্রুতি? সিক্রেট ফাঁস নায়িকার

Last Updated:
Shruti Haasan Marriage Plan: হামেশাই শান্তনুর সঙ্গে নিজের কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত শেয়ার করেন শ্রুতি হাসান৷ তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
1/5
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান সর্বদাই শিরোনামে থাকেন৷ ফিটনেস ফ্রিক অভিনেত্রী দীর্ঘদিন ধরে প্রেম করছেন শান্তনু হাজারিকার সঙ্গে৷ সম্পর্ক নিয়ে কখনও কোনও লুকোছাপা করেননি তাঁরা৷
কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান সর্বদাই শিরোনামে থাকেন৷ ফিটনেস ফ্রিক অভিনেত্রী দীর্ঘদিন ধরে প্রেম করছেন শান্তনু হাজারিকার সঙ্গে৷ সম্পর্ক নিয়ে কখনও কোনও লুকোছাপা করেননি তাঁরা৷
advertisement
2/5
হামেশাই শান্তনুর সঙ্গে নিজের কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত শেয়ার করেন শ্রুতি হাসান৷ তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই এবার মুখ খুললেন নায়িকা৷
হামেশাই শান্তনুর সঙ্গে নিজের কোয়ালিটি টাইম কাটানোর মুহূর্ত শেয়ার করেন শ্রুতি হাসান৷ তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন তারকা জুটি? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই এবার মুখ খুললেন নায়িকা৷
advertisement
3/5
অভিনেত্রী জানান, বিয়ে শব্দটাই ভীষণ ভয় পাই৷ বিয়ের সঙ্গে এত কিছু জড়িত রয়েছে, যে আমি এই বিষয়ে ভাবতেই চাই না৷ তবে আমি ওর সঙ্গে ভাল আছি, একসঙ্গে ভাল কাজ করছি,ভাল সময় কাটাচ্ছি৷ এটা বিয়ের থেকে অনেক ভাল নয়৷
অভিনেত্রী জানান, বিয়ে শব্দটাই ভীষণ ভয় পাই৷ বিয়ের সঙ্গে এত কিছু জড়িত রয়েছে, যে আমি এই বিষয়ে ভাবতেই চাই না৷ তবে আমি ওর সঙ্গে ভাল আছি, একসঙ্গে ভাল কাজ করছি,ভাল সময় কাটাচ্ছি৷ এটা বিয়ের থেকে অনেক ভাল নয়৷
advertisement
4/5
এখনই বিয়ে করতে চান না অভিনেত্রী৷ তবে তিনি সাফ জানিয়ে দেন, বিয়ে না করলেও তিনি শান্তনুর সঙ্গে সুখী এবং ভাল আছেন৷ আর এভাবেই সারাজীবন কাটিয়ে দিতে চান অভিনেত্রী৷
এখনই বিয়ে করতে চান না অভিনেত্রী৷ তবে তিনি সাফ জানিয়ে দেন, বিয়ে না করলেও তিনি শান্তনুর সঙ্গে সুখী এবং ভাল আছেন৷ আর এভাবেই সারাজীবন কাটিয়ে দিতে চান অভিনেত্রী৷
advertisement
5/5
সম্পর্ক নিয়ে বলতে গেলে তিনি বলেন, আমরা কোনও সামাজিক নিয়মের মানি না৷ লোকে কী ভাবছে আমাদের বিয়ে নিয়ে তা নিয়েও ভাবি না৷ আমরা যতক্ষণ ভাল বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি, ততক্ষণ কোনও সমস্যা হচ্ছে না৷ উল্লেখ্য, শ্রুতিকে 'সালার পার্ট ১'-ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে৷ এছাড়াও হলিউড ছবি 'দ্য আই'-তেও দেখা যাবে শ্রুতি হাসানকে৷
সম্পর্ক নিয়ে বলতে গেলে তিনি বলেন, আমরা কোনও সামাজিক নিয়মের মানি না৷ লোকে কী ভাবছে আমাদের বিয়ে নিয়ে তা নিয়েও ভাবি না৷ আমরা যতক্ষণ ভাল বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি, ততক্ষণ কোনও সমস্যা হচ্ছে না৷ উল্লেখ্য, শ্রুতিকে 'সালার পার্ট ১'-ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে৷ এছাড়াও হলিউড ছবি 'দ্য আই'-তেও দেখা যাবে শ্রুতি হাসানকে৷
advertisement
advertisement
advertisement