Shruti Das: 'দাঁতে দাঁত চেপে লড়াই করে...' 'রাঙা বউ'য়ের বিষাদমাখা পোস্ট! কেন এমন বললেন শ্রুতি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
৯ ডিসেম্বর শেষ হচ্ছে শ্যুটিং। তবে সম্প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর। মেগা শেষ দিনের শ্যুটে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতি দাসের। সে কথায় তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ইনস্টাগ্রামে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এরপরই তিনি তাঁর কেরিয়ারের শুরু দিকে ফিরে যান। তিনি লেখেন, 'ভারতলক্ষী স্টুডিও আজ থেকে ঠিক চার বছর আগে আমায় ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ দিয়েছে, স্টুডিওর চারপেয়ে ভাইদের দিয়েছে, আমার জীবনসঙ্গী কে দিয়েছে, অনেক মানুষের সান্যিধ্য দিয়েছে, জীবনবোধ দিয়েছে আরও দেবে। এই স্টুডিও আমায় ঠিক চার বছরের মাথায় আমার তৃতীয় কাজ দিয়েছে,নতুন নতুন জ্ঞানী গুণী মানুষ এর সংস্পর্শে এসেছি, খানিক বন্ধু হয়েছে, আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমার এবং আমার স্বামীর নতুন বাসস্থান হয়েছে। আমি কৃতজ্ঞ সবকিছুর জন্য।'
advertisement
advertisement