Shovan Ganguly-Sohini Sarkar: সোহিনীকে দেখে আপ্লুত শোভন! নায়িকার ছবিতে যা লিখলেন, প্রেম আর লুকিয়ে রইল না

Last Updated:
Shovan Ganguly-Sohini Sarkar: সোহিনীকে দেখে মুগ্ধ শোভন। রাখঢাক না করেই সেই মুগ্ধতার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লিখেছেন, 'পাতার মতোই শৌখিন অথচ সুন্দর'।
1/5
নিঃশব্দে বয়ে চলেছে প্রেম। রাতের শহর টহল থেকে ঘরোয়া আড্ডা, সবেতেই একে অপরের সঙ্গে তাঁরা। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই। তবু যেন আগল রইল না। যা অন্তরে, প্রকাশ পেল তা-ই।
নিঃশব্দে বয়ে চলেছে প্রেম। রাতের শহর টহল থেকে ঘরোয়া আড্ডা, সবেতেই একে অপরের সঙ্গে তাঁরা। সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দু'জনেই। তবু যেন আগল রইল না। যা অন্তরে, প্রকাশ পেল তা-ই।
advertisement
2/5
মুখে তাঁরা কিছু বলছেন না ঠিকই। তবে আকারে-ইঙ্গিতে যেন বুঝিয়ে দিচ্ছেন সবই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন সোহিনী। পড়ন্ত বিকেলে নরম রোদ গায়ে মেখে আকাশের দিকে চেয়ে রয়েছেন তিনি। সেই মুহূর্ত লেন্সবন্দি করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
মুখে তাঁরা কিছু বলছেন না ঠিকই। তবে আকারে-ইঙ্গিতে যেন বুঝিয়ে দিচ্ছেন সবই। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন সোহিনী। পড়ন্ত বিকেলে নরম রোদ গায়ে মেখে আকাশের দিকে চেয়ে রয়েছেন তিনি। সেই মুহূর্ত লেন্সবন্দি করে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/5
সোহিনীকে দেখে মুগ্ধ শোভন। রাখঢাক না করেই সেই মুগ্ধতার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লিখেছেন, 'পাতার মতোই শৌখিন অথচ সুন্দর'।
সোহিনীকে দেখে মুগ্ধ শোভন। রাখঢাক না করেই সেই মুগ্ধতার কথা জানিয়ে দিয়েছেন তিনি। সোহিনীর উদ্দেশ্যে লিখেছেন, 'পাতার মতোই শৌখিন অথচ সুন্দর'।
advertisement
4/5
বেশ কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন শোভন-সোহিনী। তবে প্রেমের গুঞ্জনে এখনই শিলমোহর বসাতে চাইঠছেন না।
বেশ কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন শোভন-সোহিনী। তবে প্রেমের গুঞ্জনে এখনই শিলমোহর বসাতে চাইঠছেন না।
advertisement
5/5
কয়েক মাস আগেই রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ হয় সোহিনীর। পথ আলাদা হয়েছিল স্বস্তিকা দত্ত এবং শোভনেরও। তার পরেই নাকি সম্পর্কে জড়িয়েছেন শোভন এবং সোহিনী।
কয়েক মাস আগেই রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ হয় সোহিনীর। পথ আলাদা হয়েছিল স্বস্তিকা দত্ত এবং শোভনেরও। তার পরেই নাকি সম্পর্কে জড়িয়েছেন শোভন এবং সোহিনী।
advertisement
advertisement
advertisement