Shefali Jariwala’s Sudden Death: হঠাৎ রক্তচাপ কমে গিয়েই মৃত্যু শেফালি জরিওয়ালার, লো-ব্লাড-প্রেশার কতটা বিপজ্জনক? কয়েক মিনিটেই হতে পারে মৃত্যু? যা জানাচ্ছেন চিকিৎসকেরা

Last Updated:
মাত্র ৪২-এই থেমে গিয়েছে ‘কাঁটা লগা গার্ল’-এর জীবন। অম্বোলি থানার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল হঠাৎ রক্তচাপ অত্যধিক কমে যাওয়া
1/7
শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ মুম্বইয়ের বিনোদন জগৎ। মাত্র ৪২-এই থেমে গিয়েছে ‘কাঁটা লগা গার্ল’-এর জীবন। অম্বোলি থানার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল হঠাৎ রক্তচাপ অত্যধিক কমে যাওয়া। ২৭ জুন অর্থাৎ শুক্রবার শেফালির বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। সকাল থেকে তিনি কিছুই খাননি। বিকেল ৩টে পর্যন্ত উপোস ছিলেন। শেফালির বাড়ির রাঁধুনি জানান, পুজো শেষ হলে প্রয়াত অভিনেত্রী ফ্রিজ থেকে সামান্য কিছু খেয়েছিলেন।Image: News18
শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ মুম্বইয়ের বিনোদন জগৎ। মাত্র ৪২-এই থেমে গিয়েছে ‘কাঁটা লগা গার্ল’-এর জীবন। অম্বোলি থানার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল হঠাৎ রক্তচাপ অত্যধিক কমে যাওয়া। ২৭ জুন অর্থাৎ শুক্রবার শেফালির বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। সকাল থেকে তিনি কিছুই খাননি। বিকেল ৩টে পর্যন্ত উপোস ছিলেন। শেফালির বাড়ির রাঁধুনি জানান, পুজো শেষ হলে প্রয়াত অভিনেত্রী ফ্রিজ থেকে সামান্য কিছু খেয়েছিলেন।Image: News18
advertisement
2/7
পরিবারের প্রত্যেকের দাবি, ওইদিন রাত ১০টা নাগাদ সকলের সামনে শেফালি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁর স্বামী। বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তাঁর। Image: News18
পরিবারের প্রত্যেকের দাবি, ওইদিন রাত ১০টা নাগাদ সকলের সামনে শেফালি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁর স্বামী। বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তাঁর।Image: News18
advertisement
3/7
অম্বোলি থানার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল হঠাৎ রক্তচাপ অত্যধিক কমে যাওয়া। পুজোর কারণে সারাদিন উপোস করে ছিলেন। রাতের খাবার খেতে বসার সময় অজ্ঞান হয়ে যান শেফালি। জানা যায়, সারাদিন না খাওয়ার পরও সেদিন রাতে শেফালি রোজের মতো অ্যান্টি এজিংয়ের ইঞ্জেকশন নেন। শেফালি বহু বছর ধরে বয়স কমানোর চিকিৎসা করাচ্ছেন। ফলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ খেতে হয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সারাদিন না খাওয়ার পরেও সেই কড়া ডোজের ওষুধ খান শেফালি, তার পরেই অসুস্থ হয়ে পড়েন। Image: News18
অম্বোলি থানার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ ছিল হঠাৎ রক্তচাপ অত্যধিক কমে যাওয়া। পুজোর কারণে সারাদিন উপোস করে ছিলেন। রাতের খাবার খেতে বসার সময় অজ্ঞান হয়ে যান শেফালি। জানা যায়, সারাদিন না খাওয়ার পরও সেদিন রাতে শেফালি রোজের মতো অ্যান্টি এজিংয়ের ইঞ্জেকশন নেন। শেফালি বহু বছর ধরে বয়স কমানোর চিকিৎসা করাচ্ছেন। ফলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ খেতে হয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সারাদিন না খাওয়ার পরেও সেই কড়া ডোজের ওষুধ খান শেফালি, তার পরেই অসুস্থ হয়ে পড়েন।Image: News18
advertisement
4/7
এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে: রক্তচাপ হঠাৎ খুব কমে গেলে কি মৃত্যু হতে পারে? পুণের রুবি হল ক্লিনিকের হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ অভিজিৎ খাডতারে জানান, অনেক সময় কম রক্তচাপকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এটা মারাত্মক হতে পারে—বিশেষ করে যখন রক্তচাপ হঠাৎ খুব কমে যায়। তিনি বলেন, “রক্তচাপ হঠাৎ অনেকটা নেমে গেলে শুধু মাথা ঘোরা নয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা খুব জরুরি।” Image: News18
এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে: রক্তচাপ হঠাৎ খুব কমে গেলে কি মৃত্যু হতে পারে? পুণের রুবি হল ক্লিনিকের হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ অভিজিৎ খাডতারে জানান, অনেক সময় কম রক্তচাপকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু এটা মারাত্মক হতে পারে—বিশেষ করে যখন রক্তচাপ হঠাৎ খুব কমে যায়।তিনি বলেন, “রক্তচাপ হঠাৎ অনেকটা নেমে গেলে শুধু মাথা ঘোরা নয়, মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা খুব জরুরি।”Image: News18
advertisement
5/7
রক্তচাপ শরীরের অঙ্গগুলিতে সঠিকভাবে রক্ত পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রক্তচাপ ৯০/৬০ mm Hg-এর নীচে নেমে যায়, বিশেষ করে খুব দ্রুত, তখন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি ও অন্যান্য অঙ্গগুলিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে 'শক' তৈরি হয়, যেখানে শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। যদি সময়মতো চিকিৎসা না হয়, তাহলে এতে অঙ্গ বিকল হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।Image: News18
রক্তচাপ শরীরের অঙ্গগুলিতে সঠিকভাবে রক্ত পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রক্তচাপ ৯০/৬০ mm Hg-এর নীচে নেমে যায়, বিশেষ করে খুব দ্রুত, তখন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি ও অন্যান্য অঙ্গগুলিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলে 'শক' তৈরি হয়, যেখানে শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থা সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। যদি সময়মতো চিকিৎসা না হয়, তাহলে এতে অঙ্গ বিকল হতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।Image: News18
advertisement
6/7
সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে জলের অভাব (ডিহাইড্রেশন), শরীরের ভিতরে রক্তপাত, হৃদযন্ত্রের সমস্যা অথবা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া। শেফালির ক্ষেত্রে জানা গিয়েছে, তিনি এক ধর্মীয় উপবাসে ছিলেন এবং উপবাস ভাঙার পর ফ্রিজের খাবার খেয়েছিলেন, এর পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।Image: News18
সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে জলের অভাব (ডিহাইড্রেশন), শরীরের ভিতরে রক্তপাত, হৃদযন্ত্রের সমস্যা অথবা অ্যালার্জির মতো প্রতিক্রিয়া। শেফালির ক্ষেত্রে জানা গিয়েছে, তিনি এক ধর্মীয় উপবাসে ছিলেন এবং উপবাস ভাঙার পর ফ্রিজের খাবার খেয়েছিলেন, এর পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।Image: News18
advertisement
7/7
ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডঃ গিরিশ দাতার বলেন, “উপবাসের পর হঠাৎ করে, বিশেষ করে ঠান্ডা খাবার খেলে, কিছু মানুষের ক্ষেত্রে ভাসোভ্যাগাল রেসপন্স হতে পারে বা রক্তে শর্করা ও রক্তচাপের মাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। শরীর যদি সময়মতো তা সামাল দিতে না পারে, তাহলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে।”Image: News18
ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ডঃ গিরিশ দাতার বলেন, “উপবাসের পর হঠাৎ করে, বিশেষ করে ঠান্ডা খাবার খেলে, কিছু মানুষের ক্ষেত্রে ভাসোভ্যাগাল রেসপন্স হতে পারে বা রক্তে শর্করা ও রক্তচাপের মাত্রায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে। শরীর যদি সময়মতো তা সামাল দিতে না পারে, তাহলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার মতো ঘটনা ঘটতে পারে।”Image: News18
advertisement
advertisement
advertisement