Super flop Star Kid: অভিনয় ছিল রক্তে! অথচ কাপুর পরিবারের সন্তান হয়েও ‘ফ্লপ অভিনেতা’ হিসেবেই পরিচিত শশী কাপুরের দুই পুত্র
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shashi Kapoor's Son Karan and Kunal Kapoor: শশী কাপুরের দুই পুত্র করণ কাপুর এবং কুণাল কাপুর কিন্তু বলিউডের মাটিতে নিজেদের জমি শক্ত করতে পারেননি। ফলে ছবির দুনিয়া থেকে দূরেই থাকেন তাঁরা। তবে নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সাফল্যের অধিকারী হয়েছেন এই দুই স্টার-কিড। আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।
হিন্দি ছবির দুনিয়ায় তিনি নিজস্ব এক শৈলী তৈরি করেছিলেন। এক দিকে সুদর্শন, আর এক দিকে সাবলীল অভিনয় দক্ষতা - এভাবেই সত্তরের দশকে ভক্তদের হৃদয়ে ঝড় তুলে দিয়েছিলেন শশী কাপুর। তিনি পৃথ্বীরাজ কাপুরের পুত্র এবং রাজ কাপুর ও শাম্মি কাপুরের ভাই। এমনিতেই বি-টাউনে কাপুর পরিবারের রাজত্ব! বলাই বাহুল্য যে, এ হেন পরিবারের সন্তানের রক্তে তো অভিনয় থাকবেই! অথচ শশী কাপুরের দুই পুত্র করণ কাপুর এবং কুণাল কাপুর কিন্তু বলিউডের মাটিতে নিজেদের জমি শক্ত করতে পারেননি। ফলে ছবির দুনিয়া থেকে দূরেই থাকেন তাঁরা। তবে নিজ নিজ ক্ষেত্রে চূড়ান্ত সাফল্যের অধিকারী হয়েছেন এই দুই স্টার-কিড। আজ সেই গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
শশী কাপুরের জন্ম কলকাতায়। কাপুর পরিবারে জন্মানোর সুবাদে অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছিল সেই ছেলেবেলাতেই। ফলে বাবা এবং দুই দাদার পথে হেঁটে অভিনয়ের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন। সেই সময় জিওফ্রে কেন্ডাল পরিচালিত অ্যাংলো-ইন্ডিয়ান থিয়েটারে কাজ করতে গিয়ে শশী কেন্ডাল-কন্যা জেনিফারের প্রেমে পড়েন। ব্রিটিশ এই অভিনেত্রীর সঙ্গে এর পর চলে মন দেওয়া-নেওয়ার পালা। অবেশেষ ১৯৫৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শশী-জেনিফার। এই দম্পতির তিন সন্তান রয়েছেন - কুণাল, করণ এবং সঞ্জনা।
advertisement
শশী কাপুর বরাবরই চেয়েছিলেন তাঁর ছেলেরাও অভিনয়ের জগতে আসুক। কিন্তু তাঁর ভাবনা অনুযায়ী বিষয়টা এগোয়নি। শশী কাপুরের সন্তানদের অভিনয় জগতের কেরিয়ার সফল হয়নি। অভিনেতার বড় পুত্র কুণালের জন্ম ১৯৫৯ সালের ২৬ জুন। ‘সিদ্ধার্থ’ ছবির হাত ধরে অভিনয় দুনিয়ায় প্রবেশ করেন তিনি। সেই ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন কুণাল। এমনকী পরে অভিনয় শিক্ষার জন্য ইংল্যান্ডেও পাঠানো হয়েছিল তাঁকে। দেশে ফেরার পরে তাঁকে ‘জুনুন’, ‘আহিস্তা আহিস্তা’, ‘বিজয়ী’ এবং ‘উৎসব’-এর মতো ছবিতে দেখা যায় কুণালকে। তবে প্রতিটি ছবিই সুপারফ্লপ বলে প্রমাণিত হয়।
advertisement
একের পর এক ফ্লপ ছবির কারণে আর অভিনয় করতে চাননি তিনি। বরং পাকাপাকি ভাবে ১৯৮৭ সালে অভিনয়ের পেশা ছেড়ে তিনি বিজ্ঞাপন বানানোর কাজে মনোনিবেশ করেন। গড়ে তোলেন ‘অ্যাড ফিল্মওয়ালাস’ নামে এক সংস্থা। এখানেই ভাগ্যের চাকা ঘুরে যায়। এই কাজে চূড়ান্ত সাফল্যের মুখ দেখেন তিনি। দেশি-বিদেশি ব্র্যান্ডের বিজ্ঞাপন তৈরি হয় তাঁর সংস্থায়। ভারতে যত বড় ব্র্যান্ডের গাড়ি রয়েছে, তাঁর ৯০ শতাংশ বিজ্ঞাপনই তৈরি হয় কুণাল কাপুরের সংস্থায়।
advertisement
একই গল্প তাঁর ভাই করণ কাপুরেরও! শশী-জেনিফারের ছোট ছেলেটিও অভিনয়ের মাধ্যমে ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিতে ব্যর্থ হন। আসলে তিনি তো কখনও অভিনয় করতেই চাননি, অথচ তাঁর চেহারা ছিল একেবারে নায়কোচিত। তবে করণের চেহারায় থাকা বিদেশি ধাঁচ ভক্তরা সে-ভাবে গ্রহণ করেননি। ফলে তাঁর অভিনীত ছবিগুলিও সে-ভাবে দাগ কাটতে পারেনি। ফলে অভিনয় পেশাকে বিদায় জানিয়ে ফটোগ্রাফিকেই পেশা হিসেবে বেছে নিলেন। আর এখানেই মোড় ঘুরে যায়। সারা বিশ্বেই তাঁর কাজের খ্যাতি রয়েছে। এমনকী শীর্ষ ফটোগ্রাফারদের তালিকায় জায়গা করে নিয়েছেন করণ। বর্তমানে লন্ডনে থাকেন তিনি।