খাঁটি বাংলায় কথা শর্মিলার, 'ইন্ডিয়ান আইডল'-এ 'স্বপ্নো কি রানি'র দৃশ্যে ফের অভিনয়
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সইফের সঙ্গে ঝগড়া বাধলেই নাকি বাংলায় কথা বলা শুরু করেন শর্মিলা ঠাকুর। সে কথা জানিয়েছিলেন সোহা আলি খান।
advertisement
advertisement
advertisement
তা ছাড়া তিনি তাঁর মাতৃভাষা বাংলাতেও কথা বললেন সেই শো-এর মঞ্চে। তিনি যে নবাব ঘরের বউ হওয়ার পরেও নিজের শিকড় ছেড়ে বেরিয়ে যাননি তা আগেই বলেছিলেন তাঁর কন্যা সোহা আলি খান। সোহার কথায়, “কে বলে বাংলা মিষ্টি ভাষা! আমাদের কাছে কিন্তু খুবই ভয়ের ভাষা। বাংলায় কথা বলছে মানেই মা রেগে কাঁই!'' সইফের সঙ্গে ঝগড়া বাধলেই নাকি বাংলায় কথা বলা শুরু করেন তিনি।
advertisement
শর্মিলা ছাড়াও পরের দিনের এপিসোডে আর এক বর্ষীয়ান অভিনেত্রীকে দেখা গিয়েছে অতিথি হিসেবে। তিনি নিজে বাঙালি না হওয়া সত্ত্বেও বাংলার একাধিক ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। এবং তাঁর বাংলা আর পাঁচ জন বাঙালির মতোই ঝরঝরে। তনুজা। এই দুই বর্ষীয়ানের সঙ্গে বেশ ভালই সময় কেটেছে 'ইন্ডিয়ান আইডল ১৩'- এর প্রতিযোগীদের।