খাঁটি বাংলায় কথা শর্মিলার, 'ইন্ডিয়ান আইডল'-এ 'স্বপ্নো কি রানি'র দৃশ্যে ফের অভিনয়

Last Updated:
সইফের সঙ্গে ঝগড়া বাধলেই নাকি বাংলায় কথা বলা শুরু করেন শর্মিলা ঠাকুর। সে কথা জানিয়েছিলেন সোহা আলি খান।
1/5
ইন্ডিয়ান আইডল ১৩ -র মঞ্চে 'দেবী'। বয়স ৭৭। কিন্তু আজও তিনি সকলের 'স্বপ্ন কি রানি'। আজ সেই কেতা নিয়েই রিয়্যালিটি শো-এর মঞ্চে হাজির হলেন শর্মিলা ঠাকুর। তাঁকে ঘিরে গোটা একটি এপিসোড আবর্তিত হল।
ইন্ডিয়ান আইডল ১৩ -র মঞ্চে 'দেবী'। বয়স ৭৭। কিন্তু আজও তিনি সকলের 'স্বপ্ন কি রানি'। আজ সেই কেতা নিয়েই রিয়্যালিটি শো-এর মঞ্চে হাজির হলেন শর্মিলা ঠাকুর। তাঁকে ঘিরে গোটা একটি এপিসোড আবর্তিত হল।
advertisement
2/5
প্রতিযোগীদের গান শুনে মুগ্ধ হলেন বঙ্গসুন্দরী। সবার প্রশংসায় পঞ্চমুখ তিনি। আর তাঁর জন্য 'আরাধনা' ছবির বিখ্যাত 'মেরে স্বপ্নো কি রানি কব আয়েগি তু' গেয়ে শোনালেন অযোধ্যা থেকে আসা ঋষি সিং।
প্রতিযোগীদের গান শুনে মুগ্ধ হলেন বঙ্গসুন্দরী। সবার প্রশংসায় পঞ্চমুখ তিনি। আর তাঁর জন্য 'আরাধনা' ছবির বিখ্যাত 'মেরে স্বপ্নো কি রানি কব আয়েগি তু' গেয়ে শোনালেন অযোধ্যা থেকে আসা ঋষি সিং।
advertisement
3/5
শর্মিলা সেই গানের সঙ্গে ছবির দৃশ্যের মতো বই পড়ার ঝলক অভিনয় করে দেখান। অভিনেত্রী তার পর বলেন, ''কিশোরজী একটি চেয়ারে বসেছিলেন পায়ের ওপর পা তুলে। যেমন করে বসে সাধারণভাবে মানুষ বসে থাকে৷ আর সেভাবেই গান গাইলেন৷ আমি গিয়েছিলাম স্টুডিওতে সেই গান গাওয়া দেখতে গিয়েছিলাম৷''
শর্মিলা সেই গানের সঙ্গে ছবির দৃশ্যের মতো বই পড়ার ঝলক অভিনয় করে দেখান। অভিনেত্রী তার পর বলেন, ''কিশোরজী একটি চেয়ারে বসেছিলেন পায়ের ওপর পা তুলে। যেমন করে বসে সাধারণভাবে মানুষ বসে থাকে৷ আর সেভাবেই গান গাইলেন৷ আমি গিয়েছিলাম স্টুডিওতে সেই গান গাওয়া দেখতে গিয়েছিলাম৷''
advertisement
4/5
তা ছাড়া তিনি তাঁর মাতৃভাষা বাংলাতেও কথা বললেন সেই শো-এর মঞ্চে। তিনি যে নবাব ঘরের বউ হওয়ার পরেও নিজের শিকড় ছেড়ে বেরিয়ে যাননি তা আগেই বলেছিলেন তাঁর কন্যা সোহা আলি খান। সোহার কথায়, “কে বলে বাংলা মিষ্টি ভাষা! আমাদের কাছে কিন্তু খুবই ভয়ের ভাষা। বাংলায় কথা বলছে মানেই মা রেগে কাঁই!'' সইফের সঙ্গে ঝগড়া বাধলেই নাকি বাংলায় কথা বলা শুরু করেন তিনি।
তা ছাড়া তিনি তাঁর মাতৃভাষা বাংলাতেও কথা বললেন সেই শো-এর মঞ্চে। তিনি যে নবাব ঘরের বউ হওয়ার পরেও নিজের শিকড় ছেড়ে বেরিয়ে যাননি তা আগেই বলেছিলেন তাঁর কন্যা সোহা আলি খান। সোহার কথায়, “কে বলে বাংলা মিষ্টি ভাষা! আমাদের কাছে কিন্তু খুবই ভয়ের ভাষা। বাংলায় কথা বলছে মানেই মা রেগে কাঁই!'' সইফের সঙ্গে ঝগড়া বাধলেই নাকি বাংলায় কথা বলা শুরু করেন তিনি।
advertisement
5/5
শর্মিলা ছাড়াও পরের দিনের এপিসোডে আর এক বর্ষীয়ান অভিনেত্রীকে দেখা গিয়েছে অতিথি হিসেবে। তিনি নিজে বাঙালি না হওয়া সত্ত্বেও বাংলার একাধিক ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। এবং তাঁর বাংলা আর পাঁচ জন বাঙালির মতোই ঝরঝরে। তনুজা। এই দুই বর্ষীয়ানের সঙ্গে বেশ ভালই সময় কেটেছে 'ইন্ডিয়ান আইডল ১৩'- এর প্রতিযোগীদের।
শর্মিলা ছাড়াও পরের দিনের এপিসোডে আর এক বর্ষীয়ান অভিনেত্রীকে দেখা গিয়েছে অতিথি হিসেবে। তিনি নিজে বাঙালি না হওয়া সত্ত্বেও বাংলার একাধিক ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। এবং তাঁর বাংলা আর পাঁচ জন বাঙালির মতোই ঝরঝরে। তনুজা। এই দুই বর্ষীয়ানের সঙ্গে বেশ ভালই সময় কেটেছে 'ইন্ডিয়ান আইডল ১৩'- এর প্রতিযোগীদের।
advertisement
advertisement
advertisement