বলিউডে নতুন অভিনেতা-অভিনেত্রীদের লঞ্চ করার বিষয়ে বহু আগে থেকেই ‘সুখ্যাতি’ আছে পরিচালক করণ জোহরের ৷ তাঁর প্রযোজনা সংস্থা ধরমা প্রোডাকশনের ব্যানারে এখনও পর্যন্ত অনেকেরই বলিউডে অভিষেক ঘটেছে ৷ এ বছর শেষেই ফের নতুন ছবি বানানোর কাজ শুরু করতে চলেছেন করণ ৷ তবে সেটা কোন ছবি, তা এখনও স্পষ্ট নয় ৷ Photo Courtesy: Shanaya Kapoor/Instagram