বর্তমান প্রজন্মের স্টারকিডদের মধ্যে চর্চিত নাম শানায়া কাপুর (Shanaya Kapoor)। অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা সম্প্রতি এই কালো পোশাকে পারদ চড়ালেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুললেন। পরনে কালো স্ট্রাইপড প্যান্ট ও কালো ট্যাঙ্ক টপ। আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট। সাদা প্যান্টের সঙ্গে কালো অ্যাসিমেট্রিকাল টপ। শানায়া শো অফ করছেন তাঁর অ্যাবস। বোঝাই যাচ্ছে, স্বাস্থ্য সচেতন অভিনেত্রী (Shanaya Kapoor)। ভোরের সূর্যমুখী ফুল। সম্পূর্ণ হলুদ পোশাকে উজ্জ্বল লাগছে সুন্দরীকে (Shanaya Kapoor)। মিরর সেলফিতে নিজের নানা মেজাজ তুলে ধরেছেন শানায়া কাপুর। জিমের ফাঁকেই তুলেছেন পরপর ছবি। অবসরে ফাঁক পেলেই আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন অভিনেত্রী। পরনে শর্টস ও ক্রপ টপ। হাতে বেভারেজ। মিরর সেলফি তুলতে সিদ্ধহস্ত শানায়া। নজর কাড়ছে অভিনেত্রীর হাতের আংটি। স্নানের পরে সিক্ত চুলে আয়নার সামনে সেলফি। পরনে সাদা বাথরোব। মিরর সেলফিতে ধরা পড়েছে শানায়ার একের পরে এক ফোনের কভার। বোঝাই যাচ্ছে। ফোনের কভারের সংগ্রহ ভালোই। রূপচর্চায় ব্যস্ত শানায়া কাপুর। তার মাঝেই সেলফি তুলে নিয়েছেন শানায়া কাপুর।