বৃহস্পতিবারই করণ জোহর ঘোষণা করেছেন, তাঁর পরবর্তী ছবি 'বেধড়ক'-এ নতুন নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শানায়া কাপুর (Shanaya Kapoor)। অভিনেতা সঞ্জয় কাপুর ও তাঁর স্ত্রী মহিপের মেয়ে শানায়া (Shanaya Kapoor)। সম্প্রতি তাঁর ফটোশ্যুটে তোলপাড় সোশ্যাল মিডিয়া (Shanaya Kapoor)।