র্যাম্প-এ প্রথম পা রাখলেন সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর ল্যাকমে ফ্যাশন উইক (Lakme Fashion Week)-এ প্রথম র্যাম্পে অভিষেক হল শানায়ার ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার পোশাক দিয়ে র্যাম্পে হাঁটা শুরু শানায়ার র্যাম্পওয়াক-এ শিমারিং হল্টার নেক লং ড্রেসে কাঁপালেন শানায়া কাপুর মণীশ মালহোত্রার শোয়ে শো-স্টপার ছিলেন শানায়া র্যাম্পে শানায়ার সঙ্গে দেখা যায় সিদ্ধান্ত চতুর্বেদিকে করণ জোহরের প্রযোজনায় নতুন ছবি 'বেধড়ক' দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া কাপুর করণ জোহরের প্রযোজনায় 'বেধড়ক'-এর পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান! ছবিতে শানায়ার সঙ্গে দেখা যাবে লক্ষ্য লালওয়ানি ও গুরফতেহ পিরজাদা-কে সাদা বডিকন ড্রেসে সুন্দরীর থেকে চোখ ফেরানো দায় সিনে পরিবারের মেয়ে শানায়া এর আগে একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। সম্পর্কে শানায়া সোনম কাপুর ও জাহ্নবী কাপুরের খুড়তুতো বোন