আসমুদ্র হিমাচল কেঁপেছিল তাঁর ক্রূরতায়! মামা এমন হয়, সেই শকুনি মামা আর রইলেন না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মহাভারতের ‘শকুনি মামা’ আর রইলেন না, প্রয়াত বলিউডের এই বিখ্যাত অভিনেতা , 'মহাভারত'-এ শকুনির চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি এই সিরিয়ালের কাস্টিং ডিরেক্টরও ছিলেন।
মুম্বই: বি আর চোপড়ার 'মহাভারত' -এ শকুনি মামা চরিত্রে অভিনয় করে সারা ভারতে অসম্ভব জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন৷ অভিনেতা গুফি পেন্টাল মারা গেছেন। অসুস্থতার কারণে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সোমবার ৭৯ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফরিদাবাদে হঠাৎই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়, সঠিকভাবে চিকিৎসার জন্য তাঁকে মুম্বইতে নিয়ে যাওয়া হয়। কিন্তু সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
advertisement
advertisement