লকডাউনের মাঝে সুখবর, এবার টিভিতে দেখা যাবে শাহরুখের প্রথম সিরিয়াল ‘‌সার্কাস’‌

Last Updated:
‌মানুষ বাইরে যাওয়ার বদলে যদি টিভির পর্দায় মন দেয়, তাতে করোনাও ছড়াবে না, আনন্দও মিলবে।
1/6
• লকডাউনের মাঝে মানুষের মনে সেই অতীতকে মনে করাতে টিভির পর্দায় ফিরছে একাধিক পুরনো টিভি সিরিয়াল।
• লকডাউনের মাঝে মানুষের মনে সেই অতীতকে মনে করাতে টিভির পর্দায় ফিরছে একাধিক পুরনো টিভি সিরিয়াল।
advertisement
2/6
• তার মধ্যে যেমন রয়েছে রামায়ন, মহাভারত। তেমনই রয়েছে শাহরুখ খানের সার্কাস।
• তার মধ্যে যেমন রয়েছে রামায়ন, মহাভারত। তেমনই রয়েছে শাহরুখ খানের সার্কাস।
advertisement
3/6
• ২৮ মার্চ থেকে প্রতিদিন ডিডি ন্যাশনাল চ্যানেলে রাত আটটা থেকে দেখা যাবে এই ধারাবাহিকটি।
• ২৮ মার্চ থেকে প্রতিদিন ডিডি ন্যাশনাল চ্যানেলে রাত আটটা থেকে দেখা যাবে এই ধারাবাহিকটি।
advertisement
4/6
• এই ধারাবাহিকের পরিচালক মির্জা ও কুন্দন শাহ। এই ধারাবাহিকের হাত ধরেই বলিউডে প্রবেশ শাহরুখের।
• এই ধারাবাহিকের পরিচালক মির্জা ও কুন্দন শাহ। এই ধারাবাহিকের হাত ধরেই বলিউডে প্রবেশ শাহরুখের।
advertisement
5/6
• লকডাউনের ২১ দিন ধরে টানা এই ধারাবাহিক চালাবে দূরদর্শন।
• লকডাউনের ২১ দিন ধরে টানা এই ধারাবাহিক চালাবে দূরদর্শন।
advertisement
6/6
• শাহরুখের এই ধারাবাহিক বহু চর্চিত। অনেকেই কিং খানের এই ধারাবাহিক দেখার জন্য রাতে টিভির সামনে বসবেন।
• শাহরুখের এই ধারাবাহিক বহু চর্চিত। অনেকেই কিং খানের এই ধারাবাহিক দেখার জন্য রাতে টিভির সামনে বসবেন।
advertisement
advertisement
advertisement