Shah Rukh Khan Birthday: জন্মদিনে মন্নতের বারান্দায় শাহরুখ! তাঁর দেওয়া উপহারে স্বপ্নপূরণ হাজারও ভক্তের, রইল ছবি

Last Updated:
২ নভেম্বর তাঁর জন্মদিন। ৫৮ তে পা রাখলেন অভিনেতা। প্রতি বছরই তাঁর জন্মদিনের দিন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে কিছুটা সময় কাটান। আর আজ জন্মদিনেও তার ব্যতিক্রম নয়। আজও তিনি হাজির ছিলেন মন্নতের বারান্দায়।
1/7
গালের টোল, খুশি ভরা উজ্বল চোখ আর প্রসারিত বাহু, সবটা শুনলে মনে যাঁর ছবি ভেসে ওঠে, তিনি হলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২ নভেম্বর তাঁর জন্মদিন। ৫৮ তে পা রাখলেন অভিনেতা। প্রতি বছরই তাঁর জন্মদিনের দিন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে কিছুটা সময় কাটান। ছবি: সোশ্যাল মিডিয়া
গালের টোল, খুশি ভরা উজ্বল চোখ আর প্রসারিত বাহু, সবটা শুনলে মনে যাঁর ছবি ভেসে ওঠে, তিনি হলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২ নভেম্বর তাঁর জন্মদিন। ৫৮ তে পা রাখলেন অভিনেতা। প্রতি বছরই তাঁর জন্মদিনের দিন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে কিছুটা সময় কাটান। ছবি: সোশ্যাল মিডিয়া
advertisement
2/7
তাঁকে একটিবার দুচোখ ভরে দেখার আশায় ভক্তরা ভিড় জমান মন্নতের বাইরে। কিন্তু তাঁর দুই বাহুতেই যেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রেম। আর উত্থিত সেই দুই বাহু দেখার জন্যই গতকাল সন্ধ্যা থেকে ভিড় হয়েছিল ‘মন্নত’-এর সামনে। উল্লাসধ্বনি, রংবেরঙের ব্যানার, বেলুনে ছেয়ে যায় রাস্তাঘাট। আর ধীরে ধীরে জালে ঘেরা মন্নতের বারান্দায় এসে দাঁড়ান বাজিগর শাহরুখ।' (ছবি: সোশ্যাল মিডিয়া)
তাঁকে একটিবার দুচোখ ভরে দেখার আশায় ভক্তরা ভিড় জমান মন্নতের বাইরে। কিন্তু তাঁর দুই বাহুতেই যেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রেম। আর উত্থিত সেই দুই বাহু দেখার জন্যই গতকাল সন্ধ্যা থেকে ভিড় হয়েছিল ‘মন্নত’-এর সামনে। উল্লাসধ্বনি, রংবেরঙের ব্যানার, বেলুনে ছেয়ে যায় রাস্তাঘাট। আর ধীরে ধীরে জালে ঘেরা মন্নতের বারান্দায় এসে দাঁড়ান বাজিগর শাহরুখ।' (ছবি: সোশ্যাল মিডিয়া)
advertisement
3/7
তাঁর দুই বাহুতেই যেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রেম। আর উত্থিত সেই দুই বাহু দেখার জন্যই গতকাল সন্ধ্যা থেকে ভিড় হয়েছিল ‘মন্নত’-এর সামনে। হাজার হাজার ভক্তের প্রত্যাশা পূরণে মধ্যরাতে বারান্দায় এসে দাঁড়িয়ে ছিলেন তিনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)
তাঁর দুই বাহুতেই যেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রেম। আর উত্থিত সেই দুই বাহু দেখার জন্যই গতকাল সন্ধ্যা থেকে ভিড় হয়েছিল ‘মন্নত’-এর সামনে। হাজার হাজার ভক্তের প্রত্যাশা পূরণে মধ্যরাতে বারান্দায় এসে দাঁড়িয়ে ছিলেন তিনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)
advertisement
4/7
আর আজ জন্মদিনেও তার ব্যতিক্রম নয়। আজও তিনি হাজির ছিলেন মন্নতের বারান্দায়। পরনে ছিল সাদা টি-শার্ট, জিন্স আর চোখে রোদ চশমা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
আর আজ জন্মদিনেও তার ব্যতিক্রম নয়। আজও তিনি হাজির ছিলেন মন্নতের বারান্দায়। পরনে ছিল সাদা টি-শার্ট, জিন্স আর চোখে রোদ চশমা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
advertisement
5/7
দুই বাহু মেলে দিলেন তিনি। যেন অশেষ ভালবাসা ঢেলে দিলেন ভিড়ে দিকে। তাঁর সেই সিগনেচার পোজ দেখে বুক দুরুদুরু করে উঠল কত শত মানুষের। (ছবি: সোশ্যাল মিডিয়া)
দুই বাহু মেলে দিলেন তিনি। যেন অশেষ ভালবাসা ঢেলে দিলেন ভিড়ে দিকে। তাঁর সেই সিগনেচার পোজ দেখে বুক দুরুদুরু করে উঠল কত শত মানুষের। (ছবি: সোশ্যাল মিডিয়া)
advertisement
6/7
তিনি শিখিয়েছেন দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ঘুরে দাঁড়াতে হয়। 'জিরো'তে সফল না হওয়ার পর কার্যত আর কোনও ছবিতেই মূল চরিত্রে দেখা যায়নি অভিনেতাকে প্রায় ৪ বছর। তারপর তিনি 'পাঠান' হয়ে ফিরেছিলেন পর্দায়। ভেঙে ছিলেন বহু রেকর্ড, গড়েছিলেন মাইলফলক।  (ছবি: সোশ্যাল মিডিয়া)
তিনি শিখিয়েছেন দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ঘুরে দাঁড়াতে হয়। 'জিরো'তে সফল না হওয়ার পর কার্যত আর কোনও ছবিতেই মূল চরিত্রে দেখা যায়নি অভিনেতাকে প্রায় ৪ বছর। তারপর তিনি 'পাঠান' হয়ে ফিরেছিলেন পর্দায়। ভেঙে ছিলেন বহু রেকর্ড, গড়েছিলেন মাইলফলক। (ছবি: সোশ্যাল মিডিয়া)
advertisement
7/7
'পাটান' ও 'জওয়ান'-এর পর আসছে তাঁর নতুন ছবি ডাঙ্কি আজ তাঁর জন্মদিন উপলক্ষে রাজকুমার হিরানী পরিচালিত তাঁর আসন্ন ছবির ট্রিজার মুক্তি পেয়েছে। ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। এখানে তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে, সঙ্গে থাকবেন ভিকি কৌশলও। (ছবি: সোশ্যাল মিডিয়া)
'পাটান' ও 'জওয়ান'-এর পর আসছে তাঁর নতুন ছবি ডাঙ্কি আজ তাঁর জন্মদিন উপলক্ষে রাজকুমার হিরানী পরিচালিত তাঁর আসন্ন ছবির ট্রিজার মুক্তি পেয়েছে। ক্রিসমাসে মুক্তি পাবে এই ছবি। এখানে তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে, সঙ্গে থাকবেন ভিকি কৌশলও। (ছবি: সোশ্যাল মিডিয়া)
advertisement
advertisement
advertisement