Shah Rukh Khan: একই দিনে জন্মদিন দু'জনের! এমন বিশেষ দিনে শাহরুখকে যা লিখলেন পূজা, ভাবতে পারবেন না! কে ইনি জানেন?

Last Updated:
Shah Rukh Khan: শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজার। কে ইনি জানেন?
1/10
শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজার। অভিনেতার শিডিউল ম্যানেজ করা ছাড়াও পূজার কাজ দিগন্ত বিস্তৃত। কিং খানের ব্যবসার দিকও তিনিই সামলান, যার মধ্যে আইনি জটিলতাও পড়ে।
শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজার। অভিনেতার শিডিউল ম্যানেজ করা ছাড়াও পূজার কাজ দিগন্ত বিস্তৃত। কিং খানের ব্যবসার দিকও তিনিই সামলান, যার মধ্যে আইনি জটিলতাও পড়ে।
advertisement
2/10
একই দিনে জন্মদিন। পড়াশোনাও করেছেন একই বিষয় নিয়ে। ১২ বছর ধরে কাজ করছেন।
একই দিনে জন্মদিন। পড়াশোনাও করেছেন একই বিষয় নিয়ে। ১২ বছর ধরে কাজ করছেন।
advertisement
3/10
তবে ম্যানেজার নন, পূজা দাদলানিকে খান পরিবারের সদস্যই মনে করেন বলিউডের বাদশা, কিং, শাহরুখ খান।
তবে ম্যানেজার নন, পূজা দাদলানিকে খান পরিবারের সদস্যই মনে করেন বলিউডের বাদশা, কিং, শাহরুখ খান।
advertisement
4/10
শাহরুখ খানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেনা দল, 'কলকাতা নাইট রাইডার্স' থেকে প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট', সবটাই দেখাশোনা করার দায়িত্ব রয়েছে এই পূজা দাদলানির উপরেই।
শাহরুখ খানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেনা দল, 'কলকাতা নাইট রাইডার্স' থেকে প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট', সবটাই দেখাশোনা করার দায়িত্ব রয়েছে এই পূজা দাদলানির উপরেই।
advertisement
5/10
ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকা ম্যানেজারদের অন্যতম পূজা দাদলানি। শোনা যায়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি।
ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকা ম্যানেজারদের অন্যতম পূজা দাদলানি। শোনা যায়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি।
advertisement
6/10
বলিউড কিংয়ের কেরিয়ারের তত্ত্বাবধানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে এই বিপুল পারিশ্রমিক সামঞ্জস্যপূর্ণ বটে।
বলিউড কিংয়ের কেরিয়ারের তত্ত্বাবধানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে এই বিপুল পারিশ্রমিক সামঞ্জস্যপূর্ণ বটে।
advertisement
7/10
পূজা দাদলানির স্বামী হিতেশ গুরনানি। তিনি 'লিস্টা জুয়েলস'-এর ডিরেক্টর। তাঁদের এক মেয়ে, রেইনা।
পূজা দাদলানির স্বামী হিতেশ গুরনানি। তিনি 'লিস্টা জুয়েলস'-এর ডিরেক্টর। তাঁদের এক মেয়ে, রেইনা।
advertisement
8/10
মুম্বইয়ের ধনীদের বাসস্থান বান্দ্রার এক কোটি টাকার অট্টালিকায় বাস করেন তাঁরা।
মুম্বইয়ের ধনীদের বাসস্থান বান্দ্রার এক কোটি টাকার অট্টালিকায় বাস করেন তাঁরা।
advertisement
9/10
শাহরুখকে জন্মদিনে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন পূজা।
শাহরুখকে জন্মদিনে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন পূজা।
advertisement
10/10
পোস্টে লিখেছেন, 'আমার থেকে বেশি আমি কী পারি যে জানে তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার মেন্টর, আমার ধ্রবতারা, আমার শিক্ষক ও প্রিয় বন্ধু... ধন্যবাদ তোমাকে আমি ও আমার পরিবারকে তোমার করে নেওয়ার জন্য। সব সময় ভালবাসি।'
পোস্টে লিখেছেন, 'আমার থেকে বেশি আমি কী পারি যে জানে তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার মেন্টর, আমার ধ্রবতারা, আমার শিক্ষক ও প্রিয় বন্ধু... ধন্যবাদ তোমাকে আমি ও আমার পরিবারকে তোমার করে নেওয়ার জন্য। সব সময় ভালবাসি।'
advertisement
advertisement
advertisement