Shah Rukh Khan manager Pooja Dadlani|| বান্দ্রায় রাজকীয় ফ্ল্যাট, কোটি কোটির গাড়ি! শাহরুখের ম্যানেজার পূজার বেতন জানেন? শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:
Shah Rukh Khan manager Pooja Dadlani: পূজা মুম্বইয়ের কোনও কলেজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতক পাশ করেন। এরপর খুব ছোট বয়স থেকেই কাজে যোগ দেন। পরে ২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন।
1/10
*বলিউড হোক বা টলিউড, তারকাদের বিলাসবহুল জীবন সম্পর্কে সকলেরই কম বেশি জানা। আবার জানার আগ্রহও থাকে অনেকের। বিশেষ করে বলি তারকাদের পারিশ্রমিক অনেকটাই বেশি। সংগৃহীত ছবি। 
*বলিউড হোক বা টলিউড, তারকাদের বিলাসবহুল জীবন সম্পর্কে সকলেরই কম বেশি জানা। আবার জানার আগ্রহও থাকে অনেকের। বিশেষ করে বলি তারকাদের পারিশ্রমিক অনেকটাই বেশি। সংগৃহীত ছবি। 
advertisement
2/10
*এই মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়ার জন্যই অনেকের জীবনযাপনের মান বদলে গিয়েছে বহু অংশে। বিশ্ব মানের সব সুযোগ সুবিধা ভোগ করেন তাঁরা। তবে শুধু মাত্র‌ তারকারাই নয়, তাদের ম্যানেজাররাও মোটা অঙ্কের টাকা উপার্জন করেন। সংগৃহীত ছবি। 
*এই মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়ার জন্যই অনেকের জীবনযাপনের মান বদলে গিয়েছে বহু অংশে। বিশ্ব মানের সব সুযোগ সুবিধা ভোগ করেন তাঁরা। তবে শুধু মাত্র‌ তারকারাই নয়, তাদের ম্যানেজাররাও মোটা অঙ্কের টাকা উপার্জন করেন। সংগৃহীত ছবি। 
advertisement
3/10
*বলিউডে বহু অভিনেতা-অভিনেত্রীর ম্যানেজার রয়েছেন, যারা অনেক অভিনেতা-অভিনেত্রীদের থেকেও বেশি বেতন পান। তাদের মধ্যে এগিয়ে সুপারস্টার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। তাঁর বেতন এবং সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। সংগৃহীত ছবি। 
*বলিউডে বহু অভিনেতা-অভিনেত্রীর ম্যানেজার রয়েছেন, যারা অনেক অভিনেতা-অভিনেত্রীদের থেকেও বেশি বেতন পান। তাদের মধ্যে এগিয়ে সুপারস্টার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। তাঁর বেতন এবং সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে। সংগৃহীত ছবি। 
advertisement
4/10
*পূজা বলি তারকাদের মতোই বা কখনও তার থেকেও বেশি বিলাসবহুল জীবনযাপন করেন। তার একটি হাই মডেল মার্সিডিজ এবং মুম্বইয়ের প্রাণকেন্দ্র বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে পূজা লিখেছিলেন, তাঁর সেই বান্দ্রার বাড়ি ডিজাইন করেছেন খোদ গৌরী খান। সংগৃহীত ছবি। 
*পূজা বলি তারকাদের মতোই বা কখনও তার থেকেও বেশি বিলাসবহুল জীবনযাপন করেন। তার একটি হাই মডেল মার্সিডিজ এবং মুম্বইয়ের প্রাণকেন্দ্র বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে পূজা লিখেছিলেন, তাঁর সেই বান্দ্রার বাড়ি ডিজাইন করেছেন খোদ গৌরী খান। সংগৃহীত ছবি। 
advertisement
5/10
*শোনা যায়, শাহরুখ খান  পূজাকে ৭-৯ কোটি টাকা বেতন দেন। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দামী দামী উপহারও দেন। সোজা কথায় তিনি এখন শাহরুখ-গৌরীর ঘরের লোক। তবে খান পরিবারের সব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। সংগৃহীত ছবি। 
*শোনা যায়, শাহরুখ খান  পূজাকে ৭-৯ কোটি টাকা বেতন দেন। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দামী দামী উপহারও দেন। সোজা কথায় তিনি এখন শাহরুখ-গৌরীর ঘরের লোক। তবে খান পরিবারের সব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/10
*সোশ্যাল মিডিয়ায় খান পরিবারের নানা অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেন পূজা। আরিয়ান যখন মাদক মামলায় অভিযুক্ত হয়েছিলেন তখন পূজা সব সময়ে খান পরিবারের পাশে থেকেছেন। তিনি পাশে ছিলেন বলে অনেক সুবিধা হয়েছিল শাহরুখ ও গৌরীরও। সংগৃহীত ছবি। 
*সোশ্যাল মিডিয়ায় খান পরিবারের নানা অনুষ্ঠানে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেন পূজা। আরিয়ান যখন মাদক মামলায় অভিযুক্ত হয়েছিলেন তখন পূজা সব সময়ে খান পরিবারের পাশে থেকেছেন। তিনি পাশে ছিলেন বলে অনেক সুবিধা হয়েছিল শাহরুখ ও গৌরীরও। সংগৃহীত ছবি। 
advertisement
7/10
*পূজা মুম্বইয়ের কোনও কলেজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতক পাশ করেন। এরপর খুব ছোট বয়স থেকেই কাজে যোগ দেন। পরে ২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। সংগৃহীত ছবি। 
*পূজা মুম্বইয়ের কোনও কলেজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতক পাশ করেন। এরপর খুব ছোট বয়স থেকেই কাজে যোগ দেন। পরে ২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। সংগৃহীত ছবি। 
advertisement
8/10
*শাহরুখের পাশাপাশি গৌরী এবং সুহানারও ঘনিষ্ঠ পূজা। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে পার্টি করতে দেখা যায় নানা ক্লাবে বা পাবে। এমনকি পূজা নাকি বর্তমানে খান পরিবারের সব থেকে বড় সিক্রেট-কিপার। এমনকি পরিবারের ব্যবসার ওপরেও তাঁর নজর থাকে সবসময়। সংগৃহীত ছবি।   
*শাহরুখের পাশাপাশি গৌরী এবং সুহানারও ঘনিষ্ঠ পূজা। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে পার্টি করতে দেখা যায় নানা ক্লাবে বা পাবে। এমনকি পূজা নাকি বর্তমানে খান পরিবারের সব থেকে বড় সিক্রেট-কিপার। এমনকি পরিবারের ব্যবসার ওপরেও তাঁর নজর থাকে সবসময়। সংগৃহীত ছবি।   
advertisement
9/10
*পূজা বিয়ে করেছেন ব্যবসায়ী হিতেশ গুরনানিকে। তাঁদের কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন পূজা। সংগৃহীত ছবি। 
*পূজা বিয়ে করেছেন ব্যবসায়ী হিতেশ গুরনানিকে। তাঁদের কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন পূজা। সংগৃহীত ছবি। 
advertisement
10/10
*বলিউডে কান পাতলে শোনা যায়, পূজার মোট সম্পত্তির পরিমাণ অনেক বলিউড তারকার থেকেও বেশি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা। সংগৃহীত ছবি।
*বলিউডে কান পাতলে শোনা যায়, পূজার মোট সম্পত্তির পরিমাণ অনেক বলিউড তারকার থেকেও বেশি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement