Shah Rukh Khan Kajol Relationship: শাহরুখ-কাজল নাকি বিয়ে করার জন্য নিউ ইয়র্কে পালিয়েছিলেন! ধরা পড়ে যান একজনের কাছে, কে জানেন?

Last Updated:
Shah Rukh Khan Kajol Relationship: অফ-স্ক্রিনেও শাহরুখ খান ও কাজলের রসায়ন দেখে অনেকেই বলেন, বড্ড প্রেম দু'জনের। যদিও দুই তারকা অভিনেতাই অন্য কারও সঙ্গে বেঁধেছেন ঘর।
1/10
বহু বছর ধরেই শাহরুক খান ও কাজলের সম্পর্ক নিয়ে চর্চা হয়ে আসছে। বলিউডের এই অন-স্ক্রিন সুপারহিট জুটিকে নিয়ে দর্শকের প্রশ্নের শেষ নেই।
বহু বছর ধরেই শাহরুক খান ও কাজলের সম্পর্ক নিয়ে চর্চা হয়ে আসছে। বলিউডের এই অন-স্ক্রিন সুপারহিট জুটিকে নিয়ে দর্শকের প্রশ্নের শেষ নেই।
advertisement
2/10
অফ-স্ক্রিনেও তাঁদের রসায়ন দেখে অনেকেই বলেন, বড্ড প্রেম দু'জনের। যদিও দুই তারকা অভিনেতাই অন্য কারও সঙ্গে বেঁধেছেন ঘর।
অফ-স্ক্রিনেও তাঁদের রসায়ন দেখে অনেকেই বলেন, বড্ড প্রেম দু'জনের। যদিও দুই তারকা অভিনেতাই অন্য কারও সঙ্গে বেঁধেছেন ঘর।
advertisement
3/10
সেই 'বাজিগর' ছবির সময় থেকে আলাপ শাহরুখ-কাজলের। তার পর ধীরে ধীরে তা বন্ধুত্বে পরিণত হয়। তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় দু’দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা।
সেই 'বাজিগর' ছবির সময় থেকে আলাপ শাহরুখ-কাজলের। তার পর ধীরে ধীরে তা বন্ধুত্বে পরিণত হয়। তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় দু’দশকের বেশি। এই লম্বা সময় একসঙ্গে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তাঁরা।
advertisement
4/10
দু'জনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিক বার জনসমক্ষেই স্বীকার করেছেন দুই তারকা।
দু'জনের সম্পর্ক যে অটুট, এ কথা একাধিক বার জনসমক্ষেই স্বীকার করেছেন দুই তারকা।
advertisement
5/10
একটা সময় ছিল অনেকেই মনে করতেন তাঁরা স্বামী-স্ত্রী। এমনকী, অভিনেতা বরুণ ধাওয়ানও ছোটবেলায় মনে করতেন, কাজলই শাহরুখের স্ত্রী।
একটা সময় ছিল অনেকেই মনে করতেন তাঁরা স্বামী-স্ত্রী। এমনকী, অভিনেতা বরুণ ধাওয়ানও ছোটবেলায় মনে করতেন, কাজলই শাহরুখের স্ত্রী।
advertisement
6/10
দীর্ঘ সময়ের ২০১০ সালে ফের জুটি বাঁধেন তাঁরা। ছবির নাম 'মাই নেম ইজ খান'।
দীর্ঘ সময়ের ২০১০ সালে ফের জুটি বাঁধেন তাঁরা। ছবির নাম 'মাই নেম ইজ খান'।
advertisement
7/10
করণ জোহর পরিচালিত সেই ছবির শ্যুটিংয়ে একটা লম্বা সময় আমেরিকায় ছিলেন তাঁরা। সেখানেই একবার ঘটেছিল অদ্ভুত এক কাণ্ড।
করণ জোহর পরিচালিত সেই ছবির শ্যুটিংয়ে একটা লম্বা সময় আমেরিকায় ছিলেন তাঁরা। সেখানেই একবার ঘটেছিল অদ্ভুত এক কাণ্ড।
advertisement
8/10
ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও সূত্রে জানা যায়, একটি ক্যাবে করে কোথাও রওনা দেন শাহরুখ-কাজল। তারকা যুগলকে দেখা মাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তাঁরা বাস্তবে বিবাহিত।
ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও সূত্রে জানা যায়, একটি ক্যাবে করে কোথাও রওনা দেন শাহরুখ-কাজল। তারকা যুগলকে দেখা মাত্রই ক্যাবের চালক ধরেই নেন, তাঁরা বাস্তবে বিবাহিত।
advertisement
9/10
ওই ড্রাইভার নাকি বলেছিলেন, 'আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।' এই কথা শুনে রসিক শাহরুখ বলেছিলেন, 'আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।'
ওই ড্রাইভার নাকি বলেছিলেন, 'আপনাদের দেখে বিবাহিত বলে মনে হচ্ছে।' এই কথা শুনে রসিক শাহরুখ বলেছিলেন, 'আমরা বিবাহিত নই। কিন্তু পালিয়ে বিয়ে করতে যাচ্ছি।'
advertisement
10/10
শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। তবে শাহরুখের এই ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল। হেসে ফেলতেই সব সত্যি সামনে চলে আসে।
শাহরুখের কথা শুনে প্রায় হতবাক কাজল। তবে শাহরুখের এই ধরনের রসকিতায় অভ্যস্ত ছিলেন কাজল। হেসে ফেলতেই সব সত্যি সামনে চলে আসে।
advertisement
advertisement
advertisement