জন্মদিনের দিন কাজলকে ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ, আসতে দেননি মন্নতে... আসল কারণ জানেন না কেউই
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি হিট না করলেও, তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। আর এবার নাকি বহু প্রতীক্ষিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে এই শাহরুখ কাজল জুটিকে।
advertisement
advertisement
advertisement
advertisement
সম্প্রতি নিজের একটি অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন কাজল। তিনি জানান, 'শাহরুখের জন্মদিনের আগে আমি বলেছিলাম ওর বাড়িতে যাব। ওর সঙ্গে দেখা করতে। শাহরুখ জানান, 'অবশ্যই এসো কিন্তু জন্মদিনে নয়। জন্মদিনটা আমায় বাইরে বের হতে হয়, মানুষের সঙ্গে দেখা করতে হয়, দিনটা তাঁদের জন্য় যাঁরা আমায় ভালবাসেন। ' প্রত্যেক বছর জন্মদিনে মন্নতের ব্যালকনি থেকে অনুরাগীদের সঙ্গে দেখা করেন শাহরুখ।
advertisement
শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি হিট না করলেও, তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। আর এবার নাকি বহু প্রতীক্ষিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে এই শাহরুখ কাজল জুটিকে। ছবিটিতে মূল নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর সিং। আর এবার শোনা যাচ্ছে, শাহরুখ কাজলকেও নাকি একটি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে এই ছবিতে।