Shah Rukh Khan First Salary: ১০০ টাকাও ছিল না রোজগার! প্রথম সিনেমায় শাহরুখ কত পেয়েছিলেন জানেন?...জানেন এখন সম্পত্তি কত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। কিন্তু, জীবনের প্রথম পাঁচ বছর মামারবাড়ির দাদু-দিদার সঙ্গে কাটিয়েছিলেন ম্যাঙ্গালোরে। পরে তিনি নয়া দিল্লির রাজেন্দ্রনগরে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ পড়াশোনা ছিল সেন্ট কলম্বাস স্কুলে।
তাঁর একের পর এক সিনেমা করে ১০০০ কোটির ব্যবসা৷ চার বছর একটানা ব্রেক নেওয়ার পরেও পর পর ব্লক বাস্টার৷ তাঁর সিনেমার জন্যই মাল্টিপ্লেক্সের জমানাতেও নতুন করে প্রাণ ফিরে পায় সিঙ্গল স্ক্রিনের সিনেমা হল৷ হলের বাইরে বসে যায় আলুর চিপস আর পপকর্নের স্টল৷ সেই শাহরুখ খানের জীবনে প্রথম পারিশ্রমিক কত ছিল জানেন? প্রথম সিনেমা করে কত টাকা পেয়েছিলেন?
advertisement
advertisement
শাহরুখ ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। কিন্তু, জীবনের প্রথম পাঁচ বছর মামারবাড়ির দাদু-দিদার সঙ্গে কাটিয়েছিলেন ম্যাঙ্গালোরে। পরে তিনি নয়া দিল্লির রাজেন্দ্রনগরে তাঁর বাবা-মায়ের বাড়িতে ফিরে আসেন। ১৯৮৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন৷ পড়াশোনা ছিল সেন্ট কলম্বাস স্কুলে।
advertisement
advertisement
advertisement
advertisement
www.zoomtventertainment.com রিপোর্ট অনুযায়ী, ‘দিওয়ানা’ সিনেমার জন্য শাহরুখকে সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছিল মাত্র ১১ হাজার টাকা৷ সিনেমার জন্য তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন ৪ লক্ষ টাকা মতো৷ তবে, প্রতিশ্রুতি ছিল সিনেমা ১০০ দিনের বেশি চললে আরও ১ লাখ টাকা পাবেন৷ কিন্তু, সুপার ডুপার হিট হওয়া সত্ত্বেও সেই টাকা তিনি পাননি৷
advertisement
advertisement
advertisement