Shah Rukh Khan House-Mannat: ৮টা ছবির শ্যুটিং হয়েছিল 'মান্নত'-এ! শাহরুখের কোন ছবির শ্যুটিং হয় 'মান্নত'-এ জানেন?

Last Updated:
Shah Rukh Khan House-Mannat: 'মান্নত'-এ শ্যুটিং করার পরেই শাহরুখ ঠিক করেন এই বাড়ি তিনি কিনবেন!
1/9
শাহরুখ খানের বিলাস-বহুল বাড়ি 'মান্নত'! প্রতিদিন বহু ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমায়! শুধু মাত্র শাহরুখ খানের এক ঝলক দেখার জন্য! তবে জানেন কী এই 'মান্নত' শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এমনকি শাহরুখের নিজের ছবিও আছে এই তালিকায়!
শাহরুখ খানের বিলাস-বহুল বাড়ি 'মান্নত'! প্রতিদিন বহু ভক্ত এই বাড়ির সামনে ভিড় জমায়! শুধু মাত্র শাহরুখ খানের এক ঝলক দেখার জন্য! তবে জানেন কী এই 'মান্নত' শাহরুখ কেনার আগে বহু সিনেমার শুটিং হয়েছে এই বাড়িতে। এমনকি শাহরুখের নিজের ছবিও আছে এই তালিকায়!
advertisement
2/9
১৯৫৯ সালে রাজকাপুর অভিনীত ছবি 'আনারি'-র শ্যুটিং হয় এই বাড়িতেই। তবে সবকটি শট নয়! মাত্র দুটো সিন এই বাড়িতে শ্যুট করা হয়!
১৯৫৯ সালে রাজকাপুর অভিনীত ছবি 'আনারি'-র শ্যুটিং হয় এই বাড়িতেই। তবে সবকটি শট নয়! মাত্র দুটো সিন এই বাড়িতে শ্যুট করা হয়!
advertisement
3/9
১৯৭০ সালে 'সফর' ছবিতে ফিরোজ খানের যে বাড়ি দেখানো হয়! তা আসলে এই 'মান্নত'!
১৯৭০ সালে 'সফর' ছবিতে ফিরোজ খানের যে বাড়ি দেখানো হয়! তা আসলে এই 'মান্নত'!
advertisement
4/9
১৯৭৩ সালে 'রাজা-রানি' ছবির শ্যুটেও দেখা যায় এই বাড়ি! রাজেশ খান্না এই ছবিতে এক চোরের চরিত্রে অভিনয় করেন! রাজেশ খান্না মধ্যরাতে যে বাড়িতে চুরি করতে যায়, সেই বাড়ি আসলে মান্নত!
১৯৭৩ সালে 'রাজা-রানি' ছবির শ্যুটেও দেখা যায় এই বাড়ি! রাজেশ খান্না এই ছবিতে এক চোরের চরিত্রে অভিনয় করেন! রাজেশ খান্না মধ্যরাতে যে বাড়িতে চুরি করতে যায়, সেই বাড়ি আসলে মান্নত!
advertisement
5/9
১৯৮৮ সালে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ছবি 'তেজাব' ছবির শ্যুটিং হয় মান্নতে! মাধুরী দীক্ষিতের বাড়িটাই ছিল 'মান্নত'! এই বাড়িতেই 'এক দো তিন' গানের শ্যুটিং হয়!
১৯৮৮ সালে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ছবি 'তেজাব' ছবির শ্যুটিং হয় মান্নতে! মাধুরী দীক্ষিতের বাড়িটাই ছিল 'মান্নত'! এই বাড়িতেই 'এক দো তিন' গানের শ্যুটিং হয়!
advertisement
6/9
১৯৮৯-এ আমির খান ও সুপ্রিয়া পাঠক অভিনীত ছবি 'রাখ'-এর শ্যুটিংও মান্নতে হয়!
১৯৮৯-এ আমির খান ও সুপ্রিয়া পাঠক অভিনীত ছবি 'রাখ'-এর শ্যুটিংও মান্নতে হয়!
advertisement
7/9
১৯৯২-তে 'অঙ্গার' ছবিতে নানা পাটেকর ও কাদের খানের যে বাড়ি দেখানো হয় সেটাও ছিল এই মান্নত!
১৯৯২-তে 'অঙ্গার' ছবিতে নানা পাটেকর ও কাদের খানের যে বাড়ি দেখানো হয় সেটাও ছিল এই মান্নত!
advertisement
8/9
১৯৯৫-তে রজনিকান্তের সুপারহিট ছবি 'বাশা'র একটি মারপিটের দৃশ্য শ্যুট করা হয়েছিল মান্নতে!
১৯৯৫-তে রজনিকান্তের সুপারহিট ছবি 'বাশা'র একটি মারপিটের দৃশ্য শ্যুট করা হয়েছিল মান্নতে!
advertisement
9/9
১৯৯৭ সালে মুক্তি পায় 'ইয়েস বস'! মজার বিষয় হল এই ছবিতে শাহরুখ খান ছিলেন নায়ক! এবং তখনও তিনি মান্নত কেনেননি! 'চান্দ তারে তোর লায়ু' গানের কিছুটা শ্যুট হয় এই বাড়িতে! এর কয়েক বছর পরেই শাহরুখ খান 'মান্নত' কিনে নেয়!
১৯৯৭ সালে মুক্তি পায় 'ইয়েস বস'! মজার বিষয় হল এই ছবিতে শাহরুখ খান ছিলেন নায়ক! এবং তখনও তিনি মান্নত কেনেননি! 'চান্দ তারে তোর লায়ু' গানের কিছুটা শ্যুট হয় এই বাড়িতে! এর কয়েক বছর পরেই শাহরুখ খান 'মান্নত' কিনে নেয়!
advertisement
advertisement
advertisement