Sudip Mukherjee Marriage: 'আমাদের ডিভোর্স হয়েছে', পোস্ট করলেন স্ত্রী! 'মজা করেছেন পৃথা', জানিয়ে দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, সংসারে হলটা কী?

Last Updated:
এতে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই প্রশ্ন তুলছেন ডিভোর্স কি মজার বিষয়? এটা নিয়ে কি এভাবে একজন পরিচিত দম্পতি মজা করতে পারেন? তাহলে কেন এমন করলেন পৃথা? সোশ্যাল মিডিয়ায় কী লিখেছিলেন তিনি?
1/7
Sudip Mukherjee Marriage: বাংলা জনপ্রিয় এক সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়৷ তাঁর অনস্ক্রিন চরিত্র এতটাই মননশীল যা মহিলা দর্শকদের মন ছুঁয়ে গেছে৷ কিন্তু এরই মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী-র সোশ্যাল মিডিয়া পোস্টে চরম নাটক অভিনেতার জীবনে৷ সুদীপ ও তাঁর নৃত্যশিল্পী স্ত্রী পৃথা চক্রবর্তীর ডিভোর্স হচ্ছে, এটাই শনিবার রাতে জানান পৃথা নিজেই৷
Sudip Mukherjee Marriage: বাংলা জনপ্রিয় এক সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়৷ তাঁর অনস্ক্রিন চরিত্র এতটাই মননশীল যা মহিলা দর্শকদের মন ছুঁয়ে গেছে৷ কিন্তু এরই মধ্যে তাঁর দ্বিতীয় স্ত্রী-র সোশ্যাল মিডিয়া পোস্টে চরম নাটক অভিনেতার জীবনে৷ সুদীপ ও তাঁর নৃত্যশিল্পী স্ত্রী পৃথা চক্রবর্তীর ডিভোর্স হচ্ছে, এটাই শনিবার রাতে জানান পৃথা নিজেই৷
advertisement
2/7
কিন্তু সবটাই নাকি মজার মজা! বললেন সুদীপ৷ রবিবারই সকালে তিনি একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন তাঁদের কোনও সমস্যা নেই৷ পুরো ঘটনাটা নাকি পৃথা মজা করেছেন!
কিন্তু সবটাই নাকি মজার মজা! বললেন সুদীপ৷ রবিবারই সকালে তিনি একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দিলেন তাঁদের কোনও সমস্যা নেই৷ পুরো ঘটনাটা নাকি পৃথা মজা করেছেন!
advertisement
3/7
এতে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই প্রশ্ন তুলছেন ডিভোর্স কী মজার বিষয়? এটা নিয়ে কী এভাবে একজন পরিচিত দম্পতি মজা করতে পারেন? তাহলে কেন এমন করলেন পৃথা? সোশ্যাল মিডিয়ায় কী লিখেছিলেন তিনি?
এতে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই প্রশ্ন তুলছেন ডিভোর্স কী মজার বিষয়? এটা নিয়ে কী এভাবে একজন পরিচিত দম্পতি মজা করতে পারেন? তাহলে কেন এমন করলেন পৃথা? সোশ্যাল মিডিয়ায় কী লিখেছিলেন তিনি?
advertisement
4/7
পৃথা চক্রবর্তী নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে লিখেছেন ‘উই আর নো লঙ্গার টুগেদার, মি অ্যান্ড সুদীপ মুখার্জ্জী৷ উই আর নাউ অফিসিয়ালি ডিভোর্সড৷ উই উইল রিমেন ফ্রেন্ডস ফরএভার৷’ অর্থাৎ ‘আমরা আর একসঙ্গে নেই, আমি আর সুদীপ মুখোপাধ্যায়, আমরা এখন অফিসিয়ালি ডিভোর্সড, আমরা সব সময় বন্ধু থাকব৷’
পৃথা চক্রবর্তী নিজের সমাজমাধ্যমের প্রোফাইলে লিখেছেন ‘উই আর নো লঙ্গার টুগেদার, মি অ্যান্ড সুদীপ মুখার্জ্জী৷ উই আর নাউ অফিসিয়ালি ডিভোর্সড৷ উই উইল রিমেন ফ্রেন্ডস ফরএভার৷’ অর্থাৎ ‘আমরা আর একসঙ্গে নেই, আমি আর সুদীপ মুখোপাধ্যায়, আমরা এখন অফিসিয়ালি ডিভোর্সড, আমরা সব সময় বন্ধু থাকব৷’
advertisement
5/7
এর উত্তরে সুদীপ একটি ভিডিও পোস্ট করেন এবং বলেন, “কাল শুটিং-এর মধ্যে ছিলাম, এরই মধ্যে আমার স্ত্রীর পৃথা একটি প্র্যাঙ্ক পোস্ট করেন। আমি সেটা জানতাম না। সেই পোস্টটায় ও লেখে যে আমি আর পৃথার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমি এই বিষয় কিছুই জানতাম না। আসলে ওর হঠাখ মনে হয়েছে যে চারিদিকে এক বিবাহ বিচ্ছেদ হচ্ছে, যদি এমন খবর আমাদের নিয়ে হয়, তাহলে কী হতে পারে। ও বিষয়টা ভেবে দেখেনি, যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল রটনা তৈরি হবে। মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। আমি হঠাৎ করেই দেখলাম যে আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসতে শুরু করে। কাজের মধ্যে আমি ফোন বন্ধ করে রেখে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি। তারপর আমি রাতে গিয়ে বিষয়টা জানতে পারি। ও বিশেষ বুঝে এটা করেনি। আমরা একসঙ্গেই রয়েছি। এটা শুধুই মজা ছিল। সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। এর চেয়ে ভাল হয়, আমি কিছু সাক্ষাৎকার শেয়ার করেছি, সকলে যদি সেগুলো নিয়ে কথা বলেন ভাল হয়। এটা প্রমাণ করল, মানুষ খারাপ খবর নিয়ে বেশি উৎসাহিত। একটু পজিটিভ বিষয় আলোচনা হোক, কারণ আমরা অনেক পজিটিভ কাজও করছি।… আমার ছেলেরা বড় হচ্ছে, খারাপ খবরে থাকবেন না। যেটা হয়েছে সেটা শুধুই একটা মজা ছিল। আমরা একসঙ্গেই রয়েছি।”
এর উত্তরে সুদীপ একটি ভিডিও পোস্ট করেন এবং বলেন, “কাল শুটিং-এর মধ্যে ছিলাম, এরই মধ্যে আমার স্ত্রীর পৃথা একটি প্র্যাঙ্ক পোস্ট করেন। আমি সেটা জানতাম না। সেই পোস্টটায় ও লেখে যে আমি আর পৃথার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। আমি এই বিষয় কিছুই জানতাম না। আসলে ওর হঠাখ মনে হয়েছে যে চারিদিকে এক বিবাহ বিচ্ছেদ হচ্ছে, যদি এমন খবর আমাদের নিয়ে হয়, তাহলে কী হতে পারে। ও বিষয়টা ভেবে দেখেনি, যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল রটনা তৈরি হবে। মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। আমি হঠাৎ করেই দেখলাম যে আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসতে শুরু করে। কাজের মধ্যে আমি ফোন বন্ধ করে রেখে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি। তারপর আমি রাতে গিয়ে বিষয়টা জানতে পারি। ও বিশেষ বুঝে এটা করেনি। আমরা একসঙ্গেই রয়েছি। এটা শুধুই মজা ছিল। সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। এর চেয়ে ভাল হয়, আমি কিছু সাক্ষাৎকার শেয়ার করেছি, সকলে যদি সেগুলো নিয়ে কথা বলেন ভাল হয়। এটা প্রমাণ করল, মানুষ খারাপ খবর নিয়ে বেশি উৎসাহিত। একটু পজিটিভ বিষয় আলোচনা হোক, কারণ আমরা অনেক পজিটিভ কাজও করছি।… আমার ছেলেরা বড় হচ্ছে, খারাপ খবরে থাকবেন না। যেটা হয়েছে সেটা শুধুই একটা মজা ছিল। আমরা একসঙ্গেই রয়েছি।”
advertisement
6/7
ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ও সুদীপের বিয়ে বেশ কয়েক বছরের৷ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আলাপের সূত্র ধরেই দুজনের বন্ধুত্ব, প্রেম এবং তার থেকে বিয়ে৷ সুদীপের প্রথম স্ত্রীও ছিলেন বিনোদন দুনিয়ার চেনা মুখ দামিনী বেণী বসু৷ তাঁর সঙ্গে বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন সুদীপ৷
ওড়িশি নৃত্যশিল্পী পৃথা ও সুদীপের বিয়ে বেশ কয়েক বছরের৷ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আলাপের সূত্র ধরেই দুজনের বন্ধুত্ব, প্রেম এবং তার থেকে বিয়ে৷ সুদীপের প্রথম স্ত্রীও ছিলেন বিনোদন দুনিয়ার চেনা মুখ দামিনী বেণী বসু৷ তাঁর সঙ্গে বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন সুদীপ৷
advertisement
7/7
২৫ বছরের বয়সের ফারাফ ফুঃ দিয়ে উড়িয়ে দিয়ে প্রেমের সম্পর্ককে বিয়েতে নিয়ে গিয়েছিলেন সুদীপ এবং পৃথা৷ সোশ্যাল মিডিয়ায় বহু সুন্দর মুহূর্তও শেয়ার করতেন দুজনেই৷
২৫ বছরের বয়সের ফারাফ ফুঃ দিয়ে উড়িয়ে দিয়ে প্রেমের সম্পর্ককে বিয়েতে নিয়ে গিয়েছিলেন সুদীপ এবং পৃথা৷ সোশ্যাল মিডিয়ায় বহু সুন্দর মুহূর্তও শেয়ার করতেন দুজনেই৷ (All Photo Courtesy: Facebook) 
advertisement
advertisement
advertisement