Bollywood News: ঠাকুরমার সঙ্গেও প্রতারণা; বাবার বিরুদ্ধে আর্থিক কারচুপির গুরুতর অভিযোগ এনেছিলেন ‘গদর ২’ অভিনেত্রী
- Published by:Uddalak B
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bollywood News: ছবির শ্যুটিং চলাকালীন পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বিতর্কের সৃষ্টি করেছিলেন অভিনেত্রী
advertisement
advertisement
অভিনেত্রী এবং তাঁর বাবা অমিত প্যাটেলের মধ্যে এক সময় সুন্দর সম্পর্ক ছিল। মেয়ের অর্থ এবং সম্পক্তি সংক্রান্ত কাজকর্ম পরিচালনা করতেন অভিনেত্রীর বাবা। ২০০৪ সালের ঘটনা। আচমকাই বাবার বিরুদ্ধে তাঁর সম্পত্তি আর অর্থের অপব্যবহারের অভিযোগ আনেন অমিশা। মুহূর্তের মধ্যে বদলে যায় সব কিছু। সম্পর্কে আসে তিক্ততা। দু’জনেই আইনি জটে জড়িয়ে পড়েন। নিজের বাবার বিরুদ্ধে অমিশা আর্থিক এবং প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি কারচুপির মামলা দায়ের করেছিলেন।
advertisement
সম্প্রতি এই মামলা প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক বছর আগে বাবার বিরুদ্ধে করা এই পদক্ষেপের জন্য তিনি এতটুকুও লজ্জিত কিংবা অনুতপ্ত নন। কারণ সেই টাকা কিংবা সম্পত্তি ছিল তাঁর। যা নেওয়ার অধিকার মা-বাবা এমনকী কারও নেই। এখানেই শেষ নয়, অমিশা ওই ঘটনা প্রসঙ্গে আর একটি ঘটনা টেনে আনেন। বলেন যে, “মা-বাবা আমার ঠাকুমার সঙ্গেও প্রতারণা করেছিলেন। তাই এই মামলার সময় ঠাকুমাও আমার পাশে দাঁড়িয়েছিলেন।”
advertisement
আপাতত ‘গদর ২’-এর সাফল্য নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত অভিনেত্রী! ‘গদর’ ছবির প্রথম ভাগে সাকিনা চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। ঠিক সেভাবেই এত বছর পর আবার সাকিনা চরিত্রকে পর্দায় জীবিত করে তুলেছেন অভিনেত্রী। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে ‘গদর ২’। এখনও পর্যন্ত এই ছবির সংগ্রহ ৫০০ কোটি টাকার অঙ্ক ছাড়িয়ে গিয়েছে। তবে এই ছবির শ্যুটিং চলাকালীন পরিচালক অনিল শর্মার বিরুদ্ধেও সরব হয়েছিলেন অমিশা। দুর্বল ব্যবস্থাপনার অভিযোগ এনে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন।
advertisement