Satyam Bhattacharya Wedding: 'বল্লভপুরের রাজা'র মিলল রানি! গাঁটছাড়া বাঁধলেন সত্যম! প্রকাশ্যে নবদম্পতির ছবি

Last Updated:
Satyam Bhattacharya Wedding: দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিনহার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন 'বল্লভপুরের রাজা'। সোমবার দক্ষিণ কলকাতায় বসেছিল বিয়ের আসর।
1/6
গাঁটছড়া বাঁধলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। গতকাল, ২২ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তরুণ অভিনেতা। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
গাঁটছড়া বাঁধলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য। গতকাল, ২২ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তরুণ অভিনেতা। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
2/6
দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিনহার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন 'বল্লভপুরের রাজা'। সোমবার দক্ষিণ কলকাতায় বসেছিল বিয়ের আসর। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিনহার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন 'বল্লভপুরের রাজা'। সোমবার দক্ষিণ কলকাতায় বসেছিল বিয়ের আসর। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
3/6
সত্যমের হবু স্ত্রী শাশ্বতীও একজন থিয়েটার কর্মী। মঞ্চে একসঙ্গে অভিনয়ও করেন তাঁরাা। সত্যমের জীবনের সব ওঠাপড়ার সাক্ষী থেকেছেন শাশ্বতী।(ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
সত্যমের হবু স্ত্রী শাশ্বতীও একজন থিয়েটার কর্মী। মঞ্চে একসঙ্গে অভিনয়ও করেন তাঁরাা। সত্যমের জীবনের সব ওঠাপড়ার সাক্ষী থেকেছেন শাশ্বতী।(ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
4/6
একসঙ্গে থিয়েটার করতে গিয়েই সম্পর্কে জড়ান সত্যম এবং শাশ্বতী। বিয়েতে বাঙালি বরের সাজে দেখা সত্যম ভট্টাচার্যকে। অপরদিকে, শাশ্বতীর পরনে ছিল লাল বেনারসি শাড়ি। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
একসঙ্গে থিয়েটার করতে গিয়েই সম্পর্কে জড়ান সত্যম এবং শাশ্বতী। বিয়েতে বাঙালি বরের সাজে দেখা সত্যম ভট্টাচার্যকে। অপরদিকে, শাশ্বতীর পরনে ছিল লাল বেনারসি শাড়ি। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
5/6
বিয়ের মেনুতেও ছিল দুজনের পছন্দের খাবার। মাছের মধ্যে ছিল পমফ্রেট এবং ভেটকি পাতুরি। ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
বিয়ের মেনুতেও ছিল দুজনের পছন্দের খাবার। মাছের মধ্যে ছিল পমফ্রেট এবং ভেটকি পাতুরি। ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
6/6
বিয়ের পর, নিজেদের ছবি সোশ‍্যাল মিডিয়াতে পোষ্ট করেন অভিনেতা। তিনি লেখেন, ‘০৯.০৪.২০২৫ - ২২.০১.২০২৪’। খুব শীঘ্রই কাজে ফিরবেন অভিনেতা বলেই সূত্রের খবর। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
বিয়ের পর, নিজেদের ছবি সোশ‍্যাল মিডিয়াতে পোষ্ট করেন অভিনেতা। তিনি লেখেন, ‘০৯.০৪.২০২৫ - ২২.০১.২০২৪’। খুব শীঘ্রই কাজে ফিরবেন অভিনেতা বলেই সূত্রের খবর। (ছবি সৌজন‍্য- সোশ‍্যাল মিডিয়া)
advertisement
advertisement
advertisement