নববর্ষের পর ছবি মুক্তি, রাতুল-ইশার কেমিস্ট্রি কেমন হল? সত্রাজিৎ সেনের ছবির প্রথম ঝলকে চমক
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এই গল্পে দেখানো হয়েছে, নিজেদের পারিবারিক ব্যবসা সামলাতে বিশাল এক হোটেলের দায়িত্ব নেন ইশা। তাঁর চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছেন তিনি। জ়েন জ়ি ইশা চান তাঁর বাবা বা দাদু এই হোটেলের জন্য যা করেছিলেন, তিনি তাঁর থেকে আরও ভাল কাজ করবেন। হোটেলের আরও উন্নতি করবেন।
advertisement
advertisement
এই গল্পে দেখানো হয়েছে, নিজেদের পারিবারিক ব্যবসা সামলাতে বিশাল এক হোটেলের দায়িত্ব নেন ইশা। তাঁর চরিত্রের নাম নম্রতা। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছেন তিনি। জ়েন জ়ি ইশা চান তাঁর বাবা বা দাদু এই হোটেলের জন্য যা করেছিলেন, তিনি তাঁর থেকে আরও ভাল কাজ করবেন। হোটেলের আরও উন্নতি করবেন। হোটেলে থাকা শুরু করে নম্রতা বুঝে পারে, হোটেলে নাকি ভূত আছে। প্রথমটা রীতিমতো ভয়.. অজ্ঞান হয়ে যাওয়া.. আর তারপরে? ভূত কি সত্যিই অভ্যাস হয়ে যায়? সেই উত্তরই মিলবে সত্রাজিতের ছবিতে। হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে হোটেলে আসা অতিথিদের সম্পর্কের দিকটি তুলে ধরা হবে এই সিনেমায়। সিনেমায় কলকাতা এবং কলকাতাবাসীর গল্প তুলে ধরা হবে।
advertisement
এই ছবিটি নিয়ে সত্রাজিৎ বলছেন, 'এই সিনেমাটার মুক্তির দিন ঘোষণা করে ভীষণ ভাল লাগছে। সিনেমাটার মধ্যে কমেডি আছে, ড্রামা আছে, সাসপেন্স আছে.. আরও অনেক কিছু রয়েছে যা সিনেমাহলে গেলেই দেখা যাবে। কলকাতাকে তুলে ধরা হবে এই ছবির মধ্যে দিয়ে। একটা মেয়ে কলকাতায় ফিরে এসে তাকে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মজার মোড়কে সেই গল্পই তুলে ধরা হয়েছে।'
advertisement
টেকনো ইন্ডিয়া গ্রূপের কর্ণধার এবং এই ছবির প্রযোজক মেঘদূত রায়চৌধুরী জানিয়েছেন, 'এই চেক ইন চেক আউট-এর মাধ্যমে আমার প্রযোজক এবং অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে। অভিজ্ঞতা বলতে আমি সব কিছুই নতুন করে শেখার চেষ্টা করেছি। পাশে পেয়েছি সত্রাজিৎ সেনের মতো একজন গুণী মানুষকে। চেক ইন চেক আউট আমাদের প্রিয় শহর কলকাতার আতিথিয়তা নিয়ে একটি গল্প। আশা করি মানুষের ভালোবাসা পাবে আমাদের এই সিনেমা।' এপ্রিল মাসের ১৮ তারিখ মুক্তি পাবে এই ছবিটি।