প্রয়াত সতীশ কৌশিক৷ বয়স হয়েছিল ৬৬ বছর৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বর্ষীয়ান অভিনেতা-পরিচালকের৷ অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের হঠাৎ মৃত্যু মেনেই নিতে পারছে না বলিউড৷
2/ 9
মাত্র দেড় দিন আগে হোলি খেলেছিলেন সতীশ৷ নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন রঙিন ছবি৷ ৯ মার্চ, বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ৷
3/ 9
দিল্লি স্কুল অব ড্রামা এবং পুণে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র সতীশ কৌশিক৷ দিল্লি স্কুল অব ড্রামা-র দিনগুলোতে সতীশ কৌশিক ছিলেন একেবারে ছিপছিপে৷ তাঁর বন্ধুদের মধ্যে ছিলেন নীনা গুপ্তা, অনুপম খের, অলোক নাথ, পঙ্কজ কাপুর৷
4/ 9
বহু ছবিতে সতীশ অভিনীত চরিত্ররা চির স্মরণীয় হয়ে থাকবে৷ যেমন জানে ভি দো ইয়ারোর অশোক৷ রাম লক্ষণের কাশিরাম বা হাম কিসিসে কম নহির পাপ্পু পেজর৷ তবে সবথেকে উল্লেখযোগ্য মিস্টার ইন্ডিয়া ছবির ক্যালেন্ডার৷
5/ 9
অনিল কাপুরের বাড়িতে থাকা অনাথ শিশুদের দেখভালের পাশাপাশি কখন যে ক্যালেন্ডার 'অন্নপূর্ণা'-ও হয়ে উঠেছিলেন, তা টেরই পাওয়া যায়নি ছবিতে৷ আসলে, সন্তানকে 'দুধেভাতে' রাখার দায়িত্বেই ওই বাড়িতে ছিলেন 'ক্যালেন্ডার'৷
6/ 9
শুধু অভিনয় নয় তাঁর পরিচালনায় মনে দাগ কেটে গিয়েছে সিনেমাপ্রিয় মানুষদের৷ তাঁর পরিচালনায় রয়েছ রূপ কি রানি চোরো কা রাজা, মিস্টার বেচারা, হাম আপকে দিল মেন রহতে হ্যায়, হামারে দিল আপকে পাস হ্যায়, তেরে নামের মতো ছবি৷
7/ 9
থিয়েটার ছিল তাঁর পছন্দের ক্ষেত্র৷ বহু জনপ্রিয় নাটকে দেখা গিয়েছে সতীশের অভিনয়৷ এছাড়া OTT-তে বেশ কয়েকটি সিরিজে কাজ করেছেন সতীশ৷ এর মধ্যে চার্জশিট, স্ক্যাম অন্যতম৷
8/ 9
কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি 'এমার্জেন্সি'তে জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ৷ কিন্তু ছবি মুক্তির আগেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা৷
9/ 9
ছেলের মৃত্যুর পর মন ভেঙে যায় তাঁর৷ ২০১২-এ স্যারোগেসির মাধ্যমে জন্মায় তাঁর মেয়ে বহ্নিশিখা৷ মেয়ে ও স্ত্রী বর্তমান রয়েছে সতীশ কৌশিকের৷
RIP Satish Kaushik: যৌবনের সতীশ কৌশিকের লুক হার মানাবে যে কোনও হিরোকে! ছিপছিপে সুপুরুষ পরবর্তীকালে বদলে যান অনেকটাই, ধরা পড়ল ছবিতে
প্রয়াত সতীশ কৌশিক৷ বয়স হয়েছিল ৬৬ বছর৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বর্ষীয়ান অভিনেতা-পরিচালকের৷ অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের হঠাৎ মৃত্যু মেনেই নিতে পারছে না বলিউড৷
RIP Satish Kaushik: যৌবনের সতীশ কৌশিকের লুক হার মানাবে যে কোনও হিরোকে! ছিপছিপে সুপুরুষ পরবর্তীকালে বদলে যান অনেকটাই, ধরা পড়ল ছবিতে
দিল্লি স্কুল অব ড্রামা এবং পুণে ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র সতীশ কৌশিক৷ দিল্লি স্কুল অব ড্রামা-র দিনগুলোতে সতীশ কৌশিক ছিলেন একেবারে ছিপছিপে৷ তাঁর বন্ধুদের মধ্যে ছিলেন নীনা গুপ্তা, অনুপম খের, অলোক নাথ, পঙ্কজ কাপুর৷
RIP Satish Kaushik: যৌবনের সতীশ কৌশিকের লুক হার মানাবে যে কোনও হিরোকে! ছিপছিপে সুপুরুষ পরবর্তীকালে বদলে যান অনেকটাই, ধরা পড়ল ছবিতে
বহু ছবিতে সতীশ অভিনীত চরিত্ররা চির স্মরণীয় হয়ে থাকবে৷ যেমন জানে ভি দো ইয়ারোর অশোক৷ রাম লক্ষণের কাশিরাম বা হাম কিসিসে কম নহির পাপ্পু পেজর৷ তবে সবথেকে উল্লেখযোগ্য মিস্টার ইন্ডিয়া ছবির ক্যালেন্ডার৷
RIP Satish Kaushik: যৌবনের সতীশ কৌশিকের লুক হার মানাবে যে কোনও হিরোকে! ছিপছিপে সুপুরুষ পরবর্তীকালে বদলে যান অনেকটাই, ধরা পড়ল ছবিতে
অনিল কাপুরের বাড়িতে থাকা অনাথ শিশুদের দেখভালের পাশাপাশি কখন যে ক্যালেন্ডার 'অন্নপূর্ণা'-ও হয়ে উঠেছিলেন, তা টেরই পাওয়া যায়নি ছবিতে৷ আসলে, সন্তানকে 'দুধেভাতে' রাখার দায়িত্বেই ওই বাড়িতে ছিলেন 'ক্যালেন্ডার'৷
RIP Satish Kaushik: যৌবনের সতীশ কৌশিকের লুক হার মানাবে যে কোনও হিরোকে! ছিপছিপে সুপুরুষ পরবর্তীকালে বদলে যান অনেকটাই, ধরা পড়ল ছবিতে
শুধু অভিনয় নয় তাঁর পরিচালনায় মনে দাগ কেটে গিয়েছে সিনেমাপ্রিয় মানুষদের৷ তাঁর পরিচালনায় রয়েছ রূপ কি রানি চোরো কা রাজা, মিস্টার বেচারা, হাম আপকে দিল মেন রহতে হ্যায়, হামারে দিল আপকে পাস হ্যায়, তেরে নামের মতো ছবি৷
RIP Satish Kaushik: যৌবনের সতীশ কৌশিকের লুক হার মানাবে যে কোনও হিরোকে! ছিপছিপে সুপুরুষ পরবর্তীকালে বদলে যান অনেকটাই, ধরা পড়ল ছবিতে
থিয়েটার ছিল তাঁর পছন্দের ক্ষেত্র৷ বহু জনপ্রিয় নাটকে দেখা গিয়েছে সতীশের অভিনয়৷ এছাড়া OTT-তে বেশ কয়েকটি সিরিজে কাজ করেছেন সতীশ৷ এর মধ্যে চার্জশিট, স্ক্যাম অন্যতম৷