জল যেমন যে পাত্রে ঢালবেন, তার আকার নিয়ে নেবে। ঠিক তেমনই 'জলের মতো' অভিনেতা ছিলেন সতীশ কৌশিক। তবে জল যেমন জীবন, তেমনই তাঁর অভিনয়ে ছিল সেই জীবনীশক্তি। ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রয়াত অভিনেতা। মিস্টার ইন্ডিয়া ছবিতে অনিল কাপুরের সঙ্গে ক্যালেন্ডারের চরিত্র চিরস্মরণীয়।