Satish Kaushik Died: কখনও ক্যালেন্ডার, কখনও পাপ্পু পেজার! সতীশ ছিলেন 'জলের মতো' অভিনেতা

Last Updated:
Satish Kaushik: ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রয়াত সতীশ কৌশিক। মিস্টার ইন্ডিয়া ছবিতে অনিল কাপুরের সঙ্গে ক্যালেন্ডারের চরিত্র চিরস্মরণীয় তিনি।
1/9
জল যেমন যে পাত্রে ঢালবেন, তার আকার নিয়ে নেবে। ঠিক তেমনই 'জলের মতো' অভিনেতা ছিলেন সতীশ কৌশিক। তবে জল যেমন জীবন, তেমনই তাঁর অভিনয়ে ছিল সেই জীবনীশক্তি। ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রয়াত অভিনেতা। মিস্টার ইন্ডিয়া ছবিতে অনিল কাপুরের সঙ্গে ক্যালেন্ডারের চরিত্র চিরস্মরণীয়।
জল যেমন যে পাত্রে ঢালবেন, তার আকার নিয়ে নেবে। ঠিক তেমনই 'জলের মতো' অভিনেতা ছিলেন সতীশ কৌশিক। তবে জল যেমন জীবন, তেমনই তাঁর অভিনয়ে ছিল সেই জীবনীশক্তি। ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে প্রয়াত অভিনেতা। মিস্টার ইন্ডিয়া ছবিতে অনিল কাপুরের সঙ্গে ক্যালেন্ডারের চরিত্র চিরস্মরণীয়।
advertisement
2/9
অভিনয়ের সঙ্গে চিত্রনাট্য লেখা, পরিচালনা ও প্রযোজনাও করেছেন সতীশ কৌশিক।
অভিনয়ের সঙ্গে চিত্রনাট্য লেখা, পরিচালনা ও প্রযোজনাও করেছেন সতীশ কৌশিক।
advertisement
3/9
৭ মার্চ প্রিয় বন্ধু জাভেদ আখতারের সঙ্গে হোলির পার্টিতে।
৭ মার্চ প্রিয় বন্ধু জাভেদ আখতারের সঙ্গে হোলির পার্টিতে।
advertisement
4/9
দিওয়ানা মস্তানা ছবিতে পাপ্পু পেজারের চরিত্রে।
দিওয়ানা মস্তানা ছবিতে পাপ্পু পেজারের চরিত্রে।
advertisement
5/9
সজন চলে শ্বশুরাল ছবিতে মুথ্থুস্বামীর চরিত্রে।
সজন চলে শ্বশুরাল ছবিতে মুথ্থুস্বামীর চরিত্রে।
advertisement
6/9
মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে। চরিত্রের নাম চন্দা মামা।
মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে। চরিত্রের নাম চন্দা মামা।
advertisement
7/9
জানে ভি দো ইয়ারো ছবিতে অভিনয়জীবন শুরু। অশোক নামের চরিত্রে সতীশ।
জানে ভি দো ইয়ারো ছবিতে অভিনয়জীবন শুরু। অশোক নামের চরিত্রে সতীশ।
advertisement
8/9
নেটফ্লিক্সে থর ছবিতে অনিলের সঙ্গে বহুদিন পর।
নেটফ্লিক্সে থর ছবিতে অনিলের সঙ্গে বহুদিন পর।
advertisement
9/9
রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে শেষ ছবি। ছত্রিওয়ালি-তে রতন লম্বার চরিত্রে সতীশ কৌশিক।
রাকুলপ্রীত সিংয়ের সঙ্গে শেষ ছবি। ছত্রিওয়ালি-তে রতন লম্বার চরিত্রে সতীশ কৌশিক।
advertisement
advertisement
advertisement