

• স্বপ্না চৌধুরী। সম্প্রতি ধামাকদার খবর সামনে এনে সকলকে চমকে দিয়েছেন হরিয়ানার এই জনপ্রিয় তারকা । তিনি গায়িকা, তিনি ডান্সার, পাশাপাশি অভিনেত্রীও । জনপ্রিয়তায় বলি-টলি স্টারদের ১০ গোল দিয়ে দিতে পারেন । ভক্তদের কাছে তিনিই সেরা । তেরি আঁখ কা কাজল গানে গোটা দেশে ঝড় তুলেছিলেন স্বপ্না ।


• সেই স্বপ্না চৌধুরি সম্প্রতি বিয়ে করেছেন । অবশ্য সেই বিয়ের ব্যাপারে কেউ বিন্দুবিসর্গও জানতে পারেননি । শুধু তাই নয়, বিয়ের কয়েক মাসের মধ্যেই পুত্রসন্তানের মা-ও হয়েছেন তিনি ।


• পুরো বিষয়টি সামনে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছে তাঁর ভক্তদের মধ্যে । কী করে এমন চুপিসাড়ে বিয়ে করে ফেললেন স্বপ্না, তা সকলকেই অবাক করেছে । তার চেয়েও বেশি চমকে দিয়েছে তাঁর মা হওয়ার খবরটা ।


• স্বপ্না বিয়ে করেছেন হরিয়ানার জনপ্রিয় অভিনেতা বীর সাহুকে । অনেকদিনের বন্ধু তাঁরা । কিন্তু দুই তারকা যে জমিয়ে প্রেম করছিলেন, তা কেউ জানতেন না । ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালবাসেন স্বপ্না আর বীর । তাই কাউকে টেরও পেতে দেননি ।


• তবে এমন গোপনে বিয়ে আর সন্তানের জন্ম দেওয়া নিয়ে স্বপ্না আর বীরকে ট্রোলও কম হতে হচ্ছে না । একদিকে যেমন হাজার হাজার শুভেচ্ছাবার্তা ভেসে আসছে, তেমনই ট্রোলিংয়ের শিকারও হচ্ছেন তাঁরা ।


• এ বার মেয়ের সমর্থনে মুখ খুলে সামনে এলেন স্বপ্নার মা নীলম চৌধুরি । সম্প্রতি দৈনিক জাগরণকে দেওযা একটি সাক্ষাৎকারে নীলম জানিয়েছেন, তাঁর মেয়ে ও জামাইয়ের এমন গোপন বিয়ের কারণ ।


• আসলে সামাজিক বিয়ে হয়নি স্বপ্না আর বীরের । বিয়ে হয়েছে আইনিভাবে । শুধুমাত্র মালাবদল করেছেন তাঁরা । এমনকি সাত পাকেও বাঁধা পড়েননি তাঁরা ।