লাল লেহঙ্গায় সান্যা মালহোত্রাকে দুরন্ত সুন্দরী লাগছে৷(Sanya Malhotra) উদাসী সুন্দরীর শরীরে লাস্যের হাতছানি৷ স্বচ্ছ ঘন সবুজ শাড়িতে তিনি যেন বিদ্যুৎলতা৷ গলায় চোকার, উজ্জ্বল বেগুনি শাড়িতে তিনি যেন রাজনন্দিনী৷ কালো ব্লাউজের ফাঁকে সান্যার দর্পিত বক্ষবিভাজিকা অক্সিডাইজড গয়নার সঙ্গে হাল্কা হলুদ লেহঙ্গায় তিনি যেন চাঁপাফুলের মতোই নির্মল৷ একরঙা শাড়ি ও কালো লেসের ব্লাউজে তিনি অনন্য৷ প্যাস্টেল শেডের কুর্তায় দঙ্গলকন্যা নিষ্পাপ সুন্দরী হলুদ লেহঙ্গায় সান্যা যেন এক ঝলক টাটকা বাতাস৷ হাল্কা গোলাপি শাড়িতেও সান্যা নিখুঁত সুন্দরী৷