Sanjay Dutt: গোবিন্দার পর সঞ্জয় দত্ত? লোকসভা নির্বাচনে রাজনীতিতে ফিরবেন অভিনেতা? স্পষ্ট করলেন নিজেই

Last Updated:
Will Sanjay Dutt to Join Politics after Govinda: গত কয়েকদিন ধরে চর্চার সঞ্জয় দত্ত৷ তিনি নাকি আবার রাজনীতিতে পা রাখছেন!
1/7
গত কয়েকদিন ধরে চর্চার সঞ্জয় দত্ত৷ তিনি নাকি আবার রাজনীতিতে পা রাখছেন! এই লোকসভা নির্বাচনের আগেই গোবিন্দার মতো এই বলিউড স্টারও কি আসছেন পলিটিক্সে? এই নিয়ে মুখ খুললেন খোদ সঞ্জুবাবা৷
গত কয়েকদিন ধরে চর্চার সঞ্জয় দত্ত৷ তিনি নাকি আবার রাজনীতিতে পা রাখছেন! এই লোকসভা নির্বাচনের আগেই গোবিন্দার মতো এই বলিউড স্টারও কি আসছেন পলিটিক্সে? এই নিয়ে মুখ খুললেন খোদ সঞ্জুবাবা৷
advertisement
2/7
এই নির্বাচনের আগে বলিউডের দুই তারকা কঙ্গনা রানাওয়াত এবং গোবিন্দ রাজনৈতির অঙ্গীনায় প্রবেশ করেছেন। কঙ্গনার প্রথম ইনিংস হলেও গোবিন্দ দ্বিতীয়বার রাজনীতিতে ফিরেছেন। কঙ্গনা এবার নির্বাচনে প্রতিদন্দ্বিতা করলেও গোবিন্দা লড়ছেন কিনা সে বিষয় স্পষ্ট নয়৷ তবে বলিউড নায়ক-নায়িকার রাজনীতিতে যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ এবার কি সঞ্জয় দত্তের পালা?
এই নির্বাচনের আগে বলিউডের দুই তারকা কঙ্গনা রানাওয়াত এবং গোবিন্দ রাজনৈতির অঙ্গীনায় প্রবেশ করেছেন। কঙ্গনার প্রথম ইনিংস হলেও গোবিন্দ দ্বিতীয়বার রাজনীতিতে ফিরেছেন। কঙ্গনা এবার নির্বাচনে প্রতিদন্দ্বিতা করলেও গোবিন্দা লড়ছেন কিনা সে বিষয় স্পষ্ট নয়৷ তবে বলিউড নায়ক-নায়িকার রাজনীতিতে যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ এবার কি সঞ্জয় দত্তের পালা?
advertisement
3/7
এমনকী রাজনীতির সঙ্গে সঞ্জয় দত্তেরও পুরনো সম্পর্ক রয়েছে৷ এর আগে ২০০৯-এ ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে, সঞ্জয় দত্ত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও পরে তিনি নাম প্রত্যাহার করে নেন। এরপর তাকে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক করা হয়। ২০১০-এ তিনি এই পদও ছেড়ে দেন।
এমনকী রাজনীতির সঙ্গে সঞ্জয় দত্তেরও পুরনো সম্পর্ক রয়েছে৷ এর আগে ২০০৯-এ ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে, সঞ্জয় দত্ত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও পরে তিনি নাম প্রত্যাহার করে নেন। এরপর তাকে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক করা হয়। ২০১০-এ তিনি এই পদও ছেড়ে দেন।
advertisement
4/7
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সুনীল পুত্র সঞ্জয় দত্তকে নিয়ে জল্পনা চলছিল৷ ২০২৪-র নির্বাচনী দৌড়ে সামিল হতে পারেন সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি তাঁর পরিবারেও রয়েছে রাজনীতির ছাপ৷ বাবা সুনীল দত্ত ছিলেন লোকসভার সাংসদ৷ মা নার্গিসও রাজ্যসভার সাংসদ৷ বোন প্রিয়াও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ ফলে রাজনীতি তাঁর কাছে নতুন কিছু নয়৷
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সুনীল পুত্র সঞ্জয় দত্তকে নিয়ে জল্পনা চলছিল৷ ২০২৪-র নির্বাচনী দৌড়ে সামিল হতে পারেন সঞ্জয় দত্ত। অভিনয়ের পাশাপাশি তাঁর পরিবারেও রয়েছে রাজনীতির ছাপ৷ বাবা সুনীল দত্ত ছিলেন লোকসভার সাংসদ৷ মা নার্গিসও রাজ্যসভার সাংসদ৷ বোন প্রিয়াও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ ফলে রাজনীতি তাঁর কাছে নতুন কিছু নয়৷
advertisement
5/7
তাহলে কী এবার তিনি সক্রিয় রাজনীতিতে? জবাব দিলেন সঞ্জয় নিজেই। এক্স হ্যান্ডেলে রাজনীতিতে প্রবেশের খবরে প্রতিক্রিয়া জানান। 
তাহলে কী এবার তিনি সক্রিয় রাজনীতিতে? জবাব দিলেন সঞ্জয় নিজেই। এক্স হ্যান্ডেলে রাজনীতিতে প্রবেশের খবরে প্রতিক্রিয়া জানান। 
advertisement
6/7
সঞ্জয় লিখেছেন, 'রাজনীতিতে আমার আসা নিয়ে সব গুজবের অবসান ঘটাতে চাই। আমি কোনও দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। যদিও আমি রাজনৈতিক অঙ্গনে প্রবেশের সিদ্ধান্ত নিই, আমি নিজেই প্রথম এই ঘোষণা করব। ইদানিং আমাকে নিয়ে যে সব রটনা হচ্ছে তা বিশ্বাস করবেন না৷
সঞ্জয় লিখেছেন, 'রাজনীতিতে আমার আসা নিয়ে সব গুজবের অবসান ঘটাতে চাই। আমি কোনও দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। যদিও আমি রাজনৈতিক অঙ্গনে প্রবেশের সিদ্ধান্ত নিই, আমি নিজেই প্রথম এই ঘোষণা করব। ইদানিং আমাকে নিয়ে যে সব রটনা হচ্ছে তা বিশ্বাস করবেন না৷
advertisement
7/7
আপাতত সায়েন্স-ফিকশন কমেডি 'দ্য ভার্জিন ট্রি'-তে দেখা মিলবে সঞ্জয়ের৷ এতে তাঁর সঙ্গে থাকবেন সানি সিং, মৌনি রায় ও পলক তিওয়ারি। এর পর অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এবং দিশা পাটানির সঙ্গে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ দেখা যাবে সঞ্জয়কে। এই বছরের ডিসেম্বরের হলে মুক্তি পাবে এই ছবি৷
আপাতত সায়েন্স-ফিকশন কমেডি 'দ্য ভার্জিন ট্রি'-তে দেখা মিলবে সঞ্জয়ের৷ এতে তাঁর সঙ্গে থাকবেন সানি সিং, মৌনি রায় ও পলক তিওয়ারি। এর পর অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এবং দিশা পাটানির সঙ্গে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-এ দেখা যাবে সঞ্জয়কে। এই বছরের ডিসেম্বরের হলে মুক্তি পাবে এই ছবি৷
advertisement
advertisement
advertisement