Sandipta Sen Wedding: সিঁদুরে মাখা মুখ! সন্দীপ্তার পায়ে এ কী! নেটিজেনদের চক্ষু চড়কগাছ, ভাইরাল ছবি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sandipta Sen Wedding: সন্দীপ্তা এ দিন বেনারসির সঙ্গে পায়ে পরেছিলেন সাদা স্নিকার্স। শুধু পরেছিলেন বললেই শেষ নয়, সেই জুতো দেখিয়ে ক্যামেরার সামনে একাধিকবার পোজও দিয়েছেন।
*ফুসিয়া বা দুধে আলতা রঙা বেনারসির সঙ্গে মানানসই ওড়না। তার সঙ্গে ভারী সোনার গয়না। নজর কাড়া মাথা পাট্টি, কপালে হালকা চন্দনের সাজ। ন্যুড মেকআপ, এই ছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়ের সাজ। বিয়েতে অন্যান্য নববধূরা যেভাবে সাজেন, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু তাল কাটল নায়িকার পায়ের দিকে চোখ পড়তেই।
advertisement
advertisement
*নায়িকার অনুরাগীরা সকলেই জানেন সন্দীপ্তা বেড়াতে যেতে ভালবাসেন। কিছুদিন বাদে বাদেই দেশ-বিদেশের বিভিন্ন ডেস্টিনেশনে তাঁকে ছুটি কাটাতে দেখা যায়। ফলে জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি সৌম্য মুখোপাধ্যায় তাঁর ট্রাভেল পার্টনার হলেন এটাতে বোঝাতে এই জুতোর ব্যবহার নাকি ঘ্যানঘ্যানে বৃষ্টি থেকে পা বাঁচাতে, তা সময় বলবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement