Sandipta Sen: চার হাত এক হল সৌম্য-সন্দীপ্তার... প্রসেনজিৎ থেকে অনির্বাণ, নিমন্ত্রিতের তালিকায় ছিলেন আর কারা?

Last Updated:
এক কথায় চাঁদের হাট বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে৷
1/12
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সোম্যর বিয়ের আসর। দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। বরের সাজেও ছিল অভিনবত্বের ছোঁয়া। হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা।
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সোম্যর বিয়ের আসর। দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। বরের সাজেও ছিল অভিনবত্বের ছোঁয়া। হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা।
advertisement
2/12
মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছে বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক।
মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছে বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক।
advertisement
3/12
একই দিনে হয়েছে বিয়ে আর রিসেপশন৷ বিয়ের এক ঘণ্টার পরই হয় রিসেপশন৷
একই দিনে হয়েছে বিয়ে আর রিসেপশন৷ বিয়ের এক ঘণ্টার পরই হয় রিসেপশন৷
advertisement
4/12
নিমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিউডের নামজাদা সেলিব্রিটিরা৷
নিমন্ত্রিতের তালিকায় ছিলেন টলিউডের নামজাদা সেলিব্রিটিরা৷
advertisement
5/12
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লাল রঙের শার্ট আর গ্রে রঙের শ্যুট পরে আসেন সন্দীপ্তার বিয়েতে৷ আসেন আবির চট্টোপাধ্য়ায়, টোটা রায়চৌধুরী৷
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লাল রঙের শার্ট আর গ্রে রঙের শ্যুট পরে আসেন সন্দীপ্তার বিয়েতে৷ আসেন আবির চট্টোপাধ্য়ায়, টোটা রায়চৌধুরী৷
advertisement
6/12
দিন কয়েক পরেই বিয়ে সৌরভ দর্শনার৷ এসেছিলেন হবু বর সৌরভ৷
দিন কয়েক পরেই বিয়ে সৌরভ দর্শনার৷ এসেছিলেন হবু বর সৌরভ৷
advertisement
7/12
প্রাণভরে নমদম্পতির সঙ্গে গল্পে মজে গেলেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়
প্রাণভরে নমদম্পতির সঙ্গে গল্পে মজে গেলেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়
advertisement
8/12
বেনারসি পান নিয়ে ক্য়ামেরার সামনে ধরা দিলেন সৌরভ দাস৷
বেনারসি পান নিয়ে ক্য়ামেরার সামনে ধরা দিলেন সৌরভ দাস৷
advertisement
9/12
এসেছিলেন সন্দীপ্তার বন্ধু সহকর্মী ঊষসী রায়৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবদম্পতিকে শুভেচ্ছা জানান তিনি৷
এসেছিলেন সন্দীপ্তার বন্ধু সহকর্মী ঊষসী রায়৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নবদম্পতিকে শুভেচ্ছা জানান তিনি৷
advertisement
10/12
এসেছিলেন দিতিপ্রিয়া রায়৷ বোধনে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা৷
এসেছিলেন দিতিপ্রিয়া রায়৷ বোধনে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা৷
advertisement
11/12
মুখোমুখি দাঁড়িয়ে গল্প করতে দেখা গেল টলিউডের ফেলুদা ও ব্য়োমকেশকে৷
মুখোমুখি দাঁড়িয়ে গল্প করতে দেখা গেল টলিউডের ফেলুদা ও ব্য়োমকেশকে৷
advertisement
12/12
এক কথায় চাঁদের হাট বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে৷
এক কথায় চাঁদের হাট বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে৷
advertisement
advertisement
advertisement