Sandipta Sen-Soumya Mukherjee Wedding: সন্দীপ্তার হাতে শাঁখা-পলা পরতেই বদলে গেল লুক! পরিচিত অভিনেত্রী এখন পাক্কা গৃহিণী, রইল ছবি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Sandipta Sen-Soumya Mukherjee Wedding Photo: সকাল সকাল সন্দীপ্তার হাতে শাঁখা-পলা দেখেই বোঝা যাচ্ছে যে একেবারে বাঙালি বিয়ের সব নিয়ম মেনেই হবে অনুষ্ঠান৷
advertisement
advertisement
একটি জনপ্রিয় ওটিটি প্ল্যটফর্মের চিফ অপরেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সন্দীপ্তা সেনের৷ ধুমধাম করে সেই বিয়ের অনুষ্ঠান হবে, তাতে কোনও সন্দেহ নেই৷ অন্তত আগের পর্বগুলি সেই ইঙ্গিত দিয়েছে৷ অনেকদিন ধরেই তাঁদের বন্ধুত্ব এবং প্রেম৷ তাঁদের এই প্রেমের সাক্ষী সন্দিপ্তার খুব কাছের বন্ধু ত্বরিতা৷ তিনি নিজেও পরিচিত মুখ৷
advertisement
advertisement
advertisement
advertisement
বন্ধু সন্দীপ্তার বিয়েতে কিছুটা আবেগতাড়িত ত্বরিতা৷ সন্দীপ্তার বিয়ের সকাল সকাল তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তাঁদের ছবি, সঙ্গে মিষ্টি লেখা৷ তিনি লিখলেন যে "আমার কাছের মানুষ এর সংখ্যা খুব কম, আর তার মধ্যে তুই একজন, দুজন মেয়ে যে আমাদের প্রফেশন এও এত কাছের বন্ধু হতে পারে তার দৃষ্টান্ত আমরাই, যাইহোক, আমি সত্যি আজ খুব নিশ্চিন্ত বোধ করছি যে আজ তুই একজন ভালোমানুষের সাথে আগামী সাতজন্মের জন্য থাকতে চলেছিস😘 অনেক অনেক ভালোবাসা , এই দিনটা তোদের জীবনে চিরজীবন এই ভাবেই যানো আসে"
advertisement
advertisement
advertisement