স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ! 'বোধন ২' মুক্তি পেতেই সন্দীপ্তাকে নিয়ে রোমান্টিক ডেট সৌম্যর... গেলেন এক বিশেষ জায়গায়

Last Updated:
শনিবার রাতে ওবেরয় গ্র্যান্ডে ডিনার ডেট’-এ গেলেন নবদম্পতি। এমনিতেই বড়দিনের আবহ। তার উপর এমন রোম্যান্টিক আয়োজন, সবে মিলে বেশ খুশি সন্দীপ্তা।
1/5
সন্দীপ্তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে ইতিমধ্য়ে। বেশ কয়েক বছরের অপেক্ষার পরে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পন্ন হয়েছে বিয়ে। বিয়ের পরেই মুক্তি পেয়েছে বোধন-২। তারই উদযাপনের ছবি ধরা পড়ল অভিনেত্রীর প্রোফাইলে।
সন্দীপ্তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে ইতিমধ্য়ে। বেশ কয়েক বছরের অপেক্ষার পরে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পন্ন হয়েছে বিয়ে। বিয়ের পরেই মুক্তি পেয়েছে বোধন-২। তারই উদযাপনের ছবি ধরা পড়ল অভিনেত্রীর প্রোফাইলে।
advertisement
2/5
সাল ২০০৭। অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। সৌজন্যে ধারাবাহিক ‘দুর্গা’। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
সাল ২০০৭। অভিনয়ে হাতেখড়ি হয় তাঁর। সৌজন্যে ধারাবাহিক ‘দুর্গা’। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
advertisement
3/5
সম্প্রতি একটি জনপ্রিয় ওটিট প্লাটফর্মে বোধন ২- মুক্তি পেয়েছে। সেখানে রাকা সেনের চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা। সিরিজ পরিচালনা করেছেন অদিতি রায়। বোধনে স্ত্রীর অভিনয় দেখে মুগ্ধ সৌম্য়। চলল তারই উদযাপন
সম্প্রতি একটি জনপ্রিয় ওটিট প্লাটফর্মে বোধন ২- মুক্তি পেয়েছে। সেখানে রাকা সেনের চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা। সিরিজ পরিচালনা করেছেন অদিতি রায়। বোধনে স্ত্রীর অভিনয় দেখে মুগ্ধ সৌম্য়। চলল তারই উদযাপন
advertisement
4/5
শনিবার রাতে ওবেরয় গ্র্যান্ডে ডিনার ডেট’-এ গেলেন নবদম্পতি। এমনিতেই বড়দিনের আবহ। তার উপর এমন রোম্যান্টিক আয়োজন, সবে মিলে বেশ খুশি সন্দীপ্তা।
শনিবার রাতে ওবেরয় গ্র্যান্ডে ডিনার ডেট’-এ গেলেন নবদম্পতি। এমনিতেই বড়দিনের আবহ। তার উপর এমন রোম্যান্টিক আয়োজন, সবে মিলে বেশ খুশি সন্দীপ্তা।
advertisement
5/5
টেবিলের উপর সাজানো ফুল,  ক্যান্ডেল। সন্দীপ্তার পরনে ছিল হলুদ পোশাক, কালো ওভারকোট। সৌম্য পরেছিলেন টিশার্ট আর  অফ হোয়াইট জ্যাকেট।
টেবিলের উপর সাজানো ফুল, ক্যান্ডেল। সন্দীপ্তার পরনে ছিল হলুদ পোশাক, কালো ওভারকোট। সৌম্য পরেছিলেন টিশার্ট আর অফ হোয়াইট জ্যাকেট।
advertisement
advertisement
advertisement