Sandipta Sen-Rahul Banerjee: নির্জন দ্বীপে একসঙ্গে রাহুল-সন্দীপ্তা? ছবি ফাঁস হতেই শোরগোল! হঠাৎ কী হল

Last Updated:
Sandipta Sen-Rahul Banerjee: সম্প্রতি, বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাঁর। তবে, বহু বছর ধরে সকলের ধারণা ছিল অভিনেতা সঙ্গে প্রেম করেন সন্দীপ্তা।
1/6
সম্প্রতি, বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাঁর। তবে, বহু বছর ধরে সকলের ধারণা ছিল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করেন সন্দীপ্তা।
সম্প্রতি, বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাঁর। তবে, বহু বছর ধরে সকলের ধারণা ছিল অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রেম করেন সন্দীপ্তা।
advertisement
2/6
যদিও ‘তুমি আসবে বলেই’ ধারাবাহিকের নায়ক-নায়িকা কোনও দিন সে বিষয়ে মুখ খোলেননি, কেবল এইটুকুই বলেছেন যে, বন্ধু হিসেবেই একে অপরকে ভালবাসেন তাঁরা।
যদিও ‘তুমি আসবে বলেই’ ধারাবাহিকের নায়ক-নায়িকা কোনও দিন সে বিষয়ে মুখ খোলেননি, কেবল এইটুকুই বলেছেন যে, বন্ধু হিসেবেই একে অপরকে ভালবাসেন তাঁরা।
advertisement
3/6
তাঁদের একসঙ্গে বেড়াতে যেতেও দেখা গিয়েছে নানা জায়গায়। এবার তাঁদের সমাজমাধ্যমের পোস্ট দেখে আবারও শুরু হল সেই আলোচনা। দু’জনেই লক্ষদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি দিয়েছেন।
তাঁদের একসঙ্গে বেড়াতে যেতেও দেখা গিয়েছে নানা জায়গায়। এবার তাঁদের সমাজমাধ্যমের পোস্ট দেখে আবারও শুরু হল সেই আলোচনা। দু’জনেই লক্ষদ্বীপ ঘুরতে যাওয়ার ছবি দিয়েছেন।
advertisement
4/6
দুজনই প্রায় একই জায়গায় নিজেদের ছবি দিয়েছেন। আর ছবি পোস্ট করতে না করতেই ফের জল্পনা দর্শকমহলে। যদিও দু’জনেই যে ২০১৮ সালেই একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তা নিশ্চিত নয়। (ছবি সৌজন‍্যেঃ সন্দীপ্তা সেন ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)
দুজনই প্রায় একই জায়গায় নিজেদের ছবি দিয়েছেন। আর ছবি পোস্ট করতে না করতেই ফের জল্পনা দর্শকমহলে। যদিও দু’জনেই যে ২০১৮ সালেই একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তা নিশ্চিত নয়। (ছবি সৌজন‍্যেঃ সন্দীপ্তা সেন ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের সোশ‍্যাল মিডিয়া)
advertisement
5/6
আগে সন্দীপ্তা নিজের ছবি পোষ্ট করে এবং পরে রাহুল পোষ্ট করেন ছবি। দুজনের ছবির নীচেই একাধিক কমেন্ট করে তাঁদের ফ‍্যানেরা।
আগে সন্দীপ্তা নিজের ছবি পোষ্ট করে এবং পরে রাহুল পোষ্ট করেন ছবি। দুজনের ছবির নীচেই একাধিক কমেন্ট করে তাঁদের ফ‍্যানেরা।
advertisement
6/6
সদ‍্য একমাস হল নতুন সংসার পেতেছে অভিনেত্রী। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর।  সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী ছিলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা।
সদ‍্য একমাস হল নতুন সংসার পেতেছে অভিনেত্রী। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর। সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী ছিলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা।
advertisement
advertisement
advertisement