Sandipta Sen: প্রেমের জোয়ারে, ভাসাবে দোঁহারে... বাগদানের অদেখা ছবি শেয়ার করলেন সন্দীপ্তা নিজেই, আপনি দেখেছেন?

Last Updated:
বিয়েতে সাবেকি সাজেই সাজবেন বলে জানান অভিনেত্রী।
1/11
২০০৭ সালে ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
২০০৭ সালে ধারাবাহিক ‘দুর্গা’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি। তিনি যে টলিউডে লম্বা ইনিংস খেলবেন, তা শুরুতেই বুঝিয়েছিলেন সন্দীপ্তা সেন। এর পর কেটেছে বহু বছর। ছোট পর্দা থেকে সিনেমা, ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ।
advertisement
2/11
নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
নভেম্বরের শেষ দিনে নিজেদের প্রি-ওয়েডিংয়ের ছবি শেয়ার করেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
advertisement
3/11
ছবিতে সন্দীপ্তাকে দেখা গিয়েছে মেরুন রঙা শাড়িতে, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। সৌম্য পরেছেন কালো পাঞ্জাবি।
ছবিতে সন্দীপ্তাকে দেখা গিয়েছে মেরুন রঙা শাড়িতে, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। সৌম্য পরেছেন কালো পাঞ্জাবি।
advertisement
4/11
এবার সামনে এল সন্দীপ্তার বাগদানের ছবি৷ সাদা লেহেঙ্গায় সোনালি কাজ, সে ছবি হার মানাবে বলিউডি বিয়েকেও৷ সৌম্য়র পরনেও ছিল সাদা পাঞ্জাবি৷
এবার সামনে এল সন্দীপ্তার বাগদানের ছবি৷ সাদা লেহেঙ্গায় সোনালি কাজ, সে ছবি হার মানাবে বলিউডি বিয়েকেও৷ সৌম্য়র পরনেও ছিল সাদা পাঞ্জাবি৷
advertisement
5/11
রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি।
রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সন্দীপ্তা আর সৌম্যর এনগেজমেন্টের ছবিগুলি।
advertisement
6/11
বাগদানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সোহিনী সরকার৷ প্রিয় বন্ধুর বাগদানের ছবি শেয়ার করে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷
বাগদানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সোহিনী সরকার৷ প্রিয় বন্ধুর বাগদানের ছবি শেয়ার করে হবু দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷
advertisement
7/11
নিজের বিয়ের সব অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন সন্দীপ্তা৷ 'বোলে চুরিয়া' গানে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ আংটি বদলের পরে খানিকটা আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেত্রী৷
নিজের বিয়ের সব অনুষ্ঠান চুটিয়ে উপভোগ করছেন সন্দীপ্তা৷ 'বোলে চুরিয়া' গানে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ আংটি বদলের পরে খানিকটা আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেত্রী৷
advertisement
8/11
এবার আরও একগুচ্ছ ছবি শেয়ার করলেন সন্দীপ্তা।
এবার আরও একগুচ্ছ ছবি শেয়ার করলেন সন্দীপ্তা।
advertisement
9/11
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্য়ান্ডেলে প্রেমিকের সঙ্গে বাগদানের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিলেন।
নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্য়ান্ডেলে প্রেমিকের সঙ্গে বাগদানের প্রতিটা মুহূর্ত ভাগ করে নিলেন।
advertisement
10/11
রংমিলান্তি পোশাকে একে অপরেই ডুবে রইলেন হবু নবদম্পতি।
রংমিলান্তি পোশাকে একে অপরেই ডুবে রইলেন হবু নবদম্পতি।
advertisement
11/11
advertisement
advertisement
advertisement