বাজেট ছিল ১৫ কোটি টাকা, মুক্তির পর মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে ! ৯ বছর পর রি-রিলিজে এই ছবির সংগ্রহ ৫০ কোটি টাকা, বলতে পারবেন কি সেই ছবিটির নাম?

Last Updated:
পরিসংখ্যান বলছে যে, বক্স অফিসে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল এই ছবিটির। তবে ফের মুক্তি পেয়েছে হিন্দি ছবিটি। আর রি-রিলিজের পরেই বক্স অফিসে দেখা যায় ম্যাজিক! রীতিমতো ৫০ কোটি টাকা সংগ্রহ করে একটা বড়সড় রেকর্ড তৈরি করেছে এই ছবিটি।
1/4
প্রায় ৯ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল একটি হিন্দি ছবি। যা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১৫ কোটি টাকা। কিন্তু বছর নয়েক আগে মুক্তি পেলেও তখন দর্শকদের ভালবাসা সেভাবে পায়নি এই ছবিটি। ফলস্বরূপ বক্স অফিসে একপ্রকার ধরাশায়ীই হয়েছিল। পরিসংখ্যান বলছে যে, বক্স অফিসে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল এই ছবিটির।
প্রায় ৯ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল একটি হিন্দি ছবি। যা তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ১৫ কোটি টাকা। কিন্তু বছর নয়েক আগে মুক্তি পেলেও তখন দর্শকদের ভালবাসা সেভাবে পায়নি এই ছবিটি। ফলস্বরূপ বক্স অফিসে একপ্রকার ধরাশায়ীই হয়েছিল। পরিসংখ্যান বলছে যে, বক্স অফিসে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছিল এই ছবিটির।
advertisement
2/4
তবে ফের মুক্তি পেয়েছে হিন্দি ছবিটি। আর রি-রিলিজের পরেই বক্স অফিসে দেখা যায় ম্যাজিক! রীতিমতো ৫০ কোটি টাকা সংগ্রহ করে একটা বড়সড় রেকর্ড তৈরি করেছে এই ছবিটি। এতক্ষণে হয়তো সকলেই বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলা হচ্ছে। কথা হচ্ছে, ‘সনম তেরি কসম’ ছবিটির।
তবে ফের মুক্তি পেয়েছে হিন্দি ছবিটি। আর রি-রিলিজের পরেই বক্স অফিসে দেখা যায় ম্যাজিক! রীতিমতো ৫০ কোটি টাকা সংগ্রহ করে একটা বড়সড় রেকর্ড তৈরি করেছে এই ছবিটি। এতক্ষণে হয়তো সকলেই বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলা হচ্ছে। কথা হচ্ছে, ‘সনম তেরি কসম’ ছবিটির।
advertisement
3/4
২০১৬ সালে মুক্তির প্রায় ৯ বছর পরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রি-রিলিজ হয়েছে ‘সনম তেরি কসম’। একটি প্রেমকাহিনির উপর ভিত্তি করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। রি-রিলিজের পর দারুণ সাড়া মিলেছে দর্শকদের কাছ থেকে।
২০১৬ সালে মুক্তির প্রায় ৯ বছর পরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রি-রিলিজ হয়েছে ‘সনম তেরি কসম’। একটি প্রেমকাহিনির উপর ভিত্তি করেই আবর্তিত হয়েছে ছবির গল্প। রি-রিলিজের পর দারুণ সাড়া মিলেছে দর্শকদের কাছ থেকে।
advertisement
4/4
ছবি ফের মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই বক্স অফিসে সংগ্রহ হয় ৫.১৪ কোটি টাকা। দ্বিতীয় দিনে এই ছবির সংগ্রহ প্রায় ৯.৫ কোটি টাকা। প্রথম বার মুক্তির থেকেও এই পরিমাণটা ছিল অনেকটাই বেশি। সব মিলিয়ে প্রথম সপ্তাহেই এই ছবি আয় করেছে প্রায় ৩০.৬৭ কোটি টাকা। যা রীতিমতো রেকর্ড তৈরি করেছে। রিপোর্টে দাবি করা হয় যে, ইতিমধ্যেই এই ছবিটি ৫০ কোটি কালেকশনের গণ্ডি পার করেছে। ‘সনম তেরি কসম’ ছবিতে নবাগত জুটি হর্ষবর্ধন রাণে এবং মাওরা হোকেনকে দেখা গিয়েছিল। প্রথম রিলিজে তেমন সাড়া না মেলায় ভুলে যাওয়া বলিউডি ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল ছবিটি। এমন পরিস্থিতিতে ছবির রি-রিলিজের জেরে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
ছবি ফের মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই বক্স অফিসে সংগ্রহ হয় ৫.১৪ কোটি টাকা। দ্বিতীয় দিনে এই ছবির সংগ্রহ প্রায় ৯.৫ কোটি টাকা। প্রথম বার মুক্তির থেকেও এই পরিমাণটা ছিল অনেকটাই বেশি। সব মিলিয়ে প্রথম সপ্তাহেই এই ছবি আয় করেছে প্রায় ৩০.৬৭ কোটি টাকা। যা রীতিমতো রেকর্ড তৈরি করেছে। রিপোর্টে দাবি করা হয় যে, ইতিমধ্যেই এই ছবিটি ৫০ কোটি কালেকশনের গণ্ডি পার করেছে।‘সনম তেরি কসম’ ছবিতে নবাগত জুটি হর্ষবর্ধন রাণে এবং মাওরা হোকেনকে দেখা গিয়েছিল। প্রথম রিলিজে তেমন সাড়া না মেলায় ভুলে যাওয়া বলিউডি ছবির তালিকায় জায়গা করে নিয়েছিল ছবিটি। এমন পরিস্থিতিতে ছবির রি-রিলিজের জেরে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
advertisement