বিয়ে হতেই নাম বদলে ফেললেন সানা খান, সোশ্যাল মিডিয়ায় লিখলেন প্রেমের বার্তা !

Last Updated:
বিয়ে হতেই নাম বদলে ফেললেন সানা খান, সোশ্যাল মিডিয়ায় লিখলেন প্রেমের বার্তা !
1/4
গতকালই নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অনাস সৈয়দের সঙ্গে বিয়ে করেছেন তিনি ৷ লাল লহেঙ্গা পরে স্বামীকে পাশে নিয়ে ছবিও পোস্ট করেছেন ৷ তবে সঙ্গে লিখেও ফেলেছেন তাঁর বিয়ের পর বদলে যাওয়া নাম সৈয়দ সানা খান৷
গতকালই নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অনাস সৈয়দের সঙ্গে বিয়ে করেছেন তিনি ৷ লাল লহেঙ্গা পরে স্বামীকে পাশে নিয়ে ছবিও পোস্ট করেছেন ৷ তবে সঙ্গে লিখেও ফেলেছেন তাঁর বিয়ের পর বদলে যাওয়া নাম সৈয়দ সানা খান৷
advertisement
2/4
 ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সানা লিখলেন, ‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি ৷ আল্লাকে সাক্ষী রেখেই বিয়ে করেছি ৷ আল্লা আমাদের সারা জীবন একসঙ্গে রাখুক ৷ বেঁধে রাখুক...’
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সানা লিখলেন, ‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি ৷ আল্লাকে সাক্ষী রেখেই বিয়ে করেছি ৷ আল্লা আমাদের সারা জীবন একসঙ্গে রাখুক ৷ বেঁধে রাখুক...’
advertisement
3/4
সলমনের খানের নায়িকা সানা খান ৷ কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন তিনি ৷ এমনকী, সিনেমা ছাড়ার আগেই বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেছিলেন সানা ৷
সলমনের খানের নায়িকা সানা খান ৷ কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন তিনি ৷ এমনকী, সিনেমা ছাড়ার আগেই বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেছিলেন সানা ৷
advertisement
4/4
তবে এবার সম্পর্ক ত্যাগ নয়, বরং পাকাপাকিভাবে সম্পর্কে জড়িয়ে পড়লেন সানা খান ৷ সম্প্রতি গুজরাটের আনাস সৈয়দের সঙ্গে নিকাহ করলেন সানা খান ৷
তবে এবার সম্পর্ক ত্যাগ নয়, বরং পাকাপাকিভাবে সম্পর্কে জড়িয়ে পড়লেন সানা খান ৷ সম্প্রতি গুজরাটের আনাস সৈয়দের সঙ্গে নিকাহ করলেন সানা খান ৷
advertisement
advertisement
advertisement