ফের মা হতে চলেছেন সমীরা রেড্ডি ৷ খবর অনুযায়ী, আর এক মাস পরেই সন্তানের জন্ম দেবেন সমীরা ৷ আর সেই খুশিতেই স্বামী ও প্রথম সন্তান নিয়ে গোয়ায় বেবিমুন করতে গিয়েছেন সমীরা রেড্ডি ৷ সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করলেন সমীরা নিজেই ৷
advertisement
২০১৪ সালে ব্যবসায়ী অক্ষয় ভর্দের সঙ্গে বিয়ে হয় সমীরার ৷ প্রথম সন্তানের বয়স ৪ বছর ৷ ছেলের নাম হংস ভর্দে ৷
advertisement
আটমাসের সন্তান সম্ভাবা সমীরা ৷ ইচ্ছে ছিল গোয়ায় যাবেন ৷ যেমন ভাবা তেমনি কাজ ৷ প্ল্যান করে স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন গোয়াতে ৷
advertisement