Samantha: অভিনয় থেকে বিরতি! হঠাৎ কী হল সামান্থার? ফেরালেন পারিশ্রমিকের টাকা

Last Updated:
Samantha: বিরতি চাই সামান্থার৷ অগ্রিম টাকাও ফিরিয়ে দিচ্ছেন অভিনেত্রী৷ হঠাৎ কী হল দক্ষিণী সুন্দরীর, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা৷
1/6
বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় বছর দেড়েক। এখনও পর্যন্ত তা নিয়ে চর্চা থামেনি। নিজের কেরিয়ার নিয়ে যতটা না প্রচারের আলোয় ছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু তার থেকেও বেশি জল্পনা হয়েছে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে।
বিবাহবিচ্ছেদের পর কেটে গিয়েছে প্রায় বছর দেড়েক। এখনও পর্যন্ত তা নিয়ে চর্চা থামেনি। নিজের কেরিয়ার নিয়ে যতটা না প্রচারের আলোয় ছিলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু তার থেকেও বেশি জল্পনা হয়েছে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে।
advertisement
2/6
 বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক ছবি ও সিরিজ়ে কাজ করছেন দক্ষিণী তারকা। ফ্যামিলি ম্যান ২-এর সাফল্যের পর থেকেই পেয়েছেন একাধিক প্রস্তাব৷ বর্তমান সিটাডেল সিরিজেও কাজ করছেন নায়িকা৷
বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক ছবি ও সিরিজ়ে কাজ করছেন দক্ষিণী তারকা। ফ্যামিলি ম্যান ২-এর সাফল্যের পর থেকেই পেয়েছেন একাধিক প্রস্তাব৷ বর্তমান সিটাডেল সিরিজেও কাজ করছেন নায়িকা৷
advertisement
3/6
 হাতে একাধিক কাজের মধ্যে মুহূর্তে লন্ডভন্ড হয়ে গেল সব৷ এবার নাকি বিরতি চাই সামান্থার৷ অগ্রিম টাকাও ফিরিয়ে দিচ্ছেন অভিনেত্রী৷ হঠাৎ কী হল দক্ষিণী সুন্দরীর, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা৷
হাতে একাধিক কাজের মধ্যে মুহূর্তে লন্ডভন্ড হয়ে গেল সব৷ এবার নাকি বিরতি চাই সামান্থার৷ অগ্রিম টাকাও ফিরিয়ে দিচ্ছেন অভিনেত্রী৷ হঠাৎ কী হল দক্ষিণী সুন্দরীর, তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা৷
advertisement
4/6
বেশ কয়েকদিন ধরেই পেশির ব্যথায় ভুগছেন সামান্থা৷ কোনওভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী৷ জানা যাচ্ছে, হাতের কাজ দুটো শেষ করেই অভিনয় থেকে বিরতি নেবেন সামাস্থা৷ পুরোপুরি নিজের স্বাস্থ্যের দিকেই ফোকাস করতে চাইছেন নায়িকা৷
বেশ কয়েকদিন ধরেই পেশির ব্যথায় ভুগছেন সামান্থা৷ কোনওভাবেই এই রোগ থেকে স্বস্তি পাচ্ছেন না অভিনেত্রী৷ জানা যাচ্ছে, হাতের কাজ দুটো শেষ করেই অভিনয় থেকে বিরতি নেবেন সামাস্থা৷ পুরোপুরি নিজের স্বাস্থ্যের দিকেই ফোকাস করতে চাইছেন নায়িকা৷
advertisement
5/6
এর আগেও 'যশোদা' ছবি মুক্তির আগে আমেরিকায় চিকিৎসার জন্য যেতে হয়েছিল৷ কয়েক মাস ট্রিটমেন্টের পর দেশে ফিরে আসেন নায়িকা৷ তার কিছুদিন পরই ফের যন্ত্রণা নিয়ে তাকে আবার বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি হতে হয়৷
এর আগেও 'যশোদা' ছবি মুক্তির আগে আমেরিকায় চিকিৎসার জন্য যেতে হয়েছিল৷ কয়েক মাস ট্রিটমেন্টের পর দেশে ফিরে আসেন নায়িকা৷ তার কিছুদিন পরই ফের যন্ত্রণা নিয়ে তাকে আবার বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি হতে হয়৷
advertisement
6/6
শারীরিক অসুস্থতার মধ্যেই ছবির জন্য একাধিক জায়গায় ছোটাছুটি করতে হয়েছে তাকে৷ যার কারণে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন অভিনেত্রী৷ এই কারণেই কঠিন সিদ্ধান্ত নিলেন সামান্থা৷ আপাতত কাজ বন্ধ রেখে নিজের শরীরের দিকে বেশি খেয়াল রাখতে চাইছেন সামান্থা রুথ প্রভু ৷
শারীরিক অসুস্থতার মধ্যেই ছবির জন্য একাধিক জায়গায় ছোটাছুটি করতে হয়েছে তাকে৷ যার কারণে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন অভিনেত্রী৷ এই কারণেই কঠিন সিদ্ধান্ত নিলেন সামান্থা৷ আপাতত কাজ বন্ধ রেখে নিজের শরীরের দিকে বেশি খেয়াল রাখতে চাইছেন সামান্থা রুথ প্রভু ৷
advertisement
advertisement
advertisement