Samantha: একটা নাচের জন্য ৫ কোটি! সামান্থার হাতে একের পর এক বলিউডি ছবি!

Last Updated:
Samantha: বলিউডে পর পর তিনটে ছবিতে কাজ করতে চলেছেন সামান্থা! রয়েছেন যশ রাজ ফ্লিমসের নজরেও!
1/5
সামান্থা আক্কিনেনি। সাউথের জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই তিনি নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ করেছেন। অভিনেতা নাগার্জুনের পুত্রবধূ ছিলেন তিনি। তবে সে সব তাঁর ব্যক্তিগত জীবন। কিন্তু প্রফেশনাল জগতে এখন সামান্থার দাপট। photo source Instagram
সামান্থা আক্কিনেনি। সাউথের জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই তিনি নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ করেছেন। অভিনেতা নাগার্জুনের পুত্রবধূ ছিলেন তিনি। তবে সে সব তাঁর ব্যক্তিগত জীবন। কিন্তু প্রফেশনাল জগতে এখন সামান্থার দাপট। photo source Instagram
advertisement
2/5
সদ্যই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুস্পা'। এই ছবি ওটিটিতে ঝড় তুলেছে। এই ছবিতেই একটি আইটেম সংয়ে দেখা যায় সামান্থাকে। একটি মাত্র নাচের জন্য ৫ কোটি টাকা নিয়েছেন তিনি। photo source Instagram
সদ্যই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি 'পুস্পা'। এই ছবি ওটিটিতে ঝড় তুলেছে। এই ছবিতেই একটি আইটেম সংয়ে দেখা যায় সামান্থাকে। একটি মাত্র নাচের জন্য ৫ কোটি টাকা নিয়েছেন তিনি। photo source Instagram
advertisement
3/5
'পুষ্পা'-তে এই নাচ করতে তাঁকে রাজি করিয়েছেন আল্লু অর্জুন নিজে। তবে এর পরেই বলিউডে একের পর এক ছবির কাজ এসে গিয়েছে সামান্থার হাতে। photo source Instagram
'পুষ্পা'-তে এই নাচ করতে তাঁকে রাজি করিয়েছেন আল্লু অর্জুন নিজে। তবে এর পরেই বলিউডে একের পর এক ছবির কাজ এসে গিয়েছে সামান্থার হাতে। photo source Instagram
advertisement
4/5
জানা গিয়েছে বলিউডে পর পর তিনটি ছবির কাজ পেয়েছেন সামান্থা। যার জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিতে চলেছেন তিনি। তবে ছবির নাম এখনও জানা যায়নি। photo source Instagram
জানা গিয়েছে বলিউডে পর পর তিনটি ছবির কাজ পেয়েছেন সামান্থা। যার জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিতে চলেছেন তিনি। তবে ছবির নাম এখনও জানা যায়নি। photo source Instagram
advertisement
5/5
গত বছর ফ্যামিলি ম্যান ২ সিরিজে কাজ করেই বলিউডে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন সামান্থা। তার পর থেকেই বলিউডে সামান্থার কাজ নিয়ে জল্পনা চলছিল। পুষ্পা-র পর এবার সেই কাজেই সিলমোহর বসতে চলেছে। photo source Instagram
গত বছর ফ্যামিলি ম্যান ২ সিরিজে কাজ করেই বলিউডে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন সামান্থা। তার পর থেকেই বলিউডে সামান্থার কাজ নিয়ে জল্পনা চলছিল। পুষ্পা-র পর এবার সেই কাজেই সিলমোহর বসতে চলেছে। photo source Instagram
advertisement
advertisement
advertisement