Samantha Akkineni To Break Silence: সম্পর্কে 'তৃতীয় পক্ষ'? না স্বামীর অন্য চরিত্রদোষ? নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্স নিয়ে এবার মুখ খুলছেন সামান্থা!

Last Updated:
Samantha Akkineni To Break Silence: এবারে নিজের হয়ে কথা বলার জন্য রীতিমতো কোমর বেঁধে মাঠে নামছেন সামান্থা।
1/6
সম্প্রতি দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ও অভিনেতা নাগা চৈতন্যের (Naga Chaitanya) বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন করে জোর গুঞ্জন চলছে সিনেপাড়ায়। বিবাহবিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। গুজব ছড়িয়েছে যে কিছুদিন যাবত নাগা চৈতন্যর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেত্রী শোভিতা ধুলিপালার (Shobhita Dhulipala)। আর তার জেরেই নাকি বেজায় চটে গিয়ে স্বামীর থেকে দূরে চলে গিয়েছেন সামান্থা।
সম্প্রতি দক্ষিণের অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ও অভিনেতা নাগা চৈতন্যের (Naga Chaitanya) বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন করে জোর গুঞ্জন চলছে সিনেপাড়ায়। বিবাহবিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। গুজব ছড়িয়েছে যে কিছুদিন যাবত নাগা চৈতন্যর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে অভিনেত্রী শোভিতা ধুলিপালার (Shobhita Dhulipala)। আর তার জেরেই নাকি বেজায় চটে গিয়ে স্বামীর থেকে দূরে চলে গিয়েছেন সামান্থা।
advertisement
2/6
যদিও মুদ্রার অন্য পিঠ অন্য কাহিনী বলছে। অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে যে শোভিতা আর নাগার এই প্রেমকাহিনী আরোপিত। আর এটা তৈরি করেছেন সামান্থা ও তাঁর জনসংযোগ টিম। তাঁরাই জনগণের চোখে নাগা চৈতন্যকে খলনায়ক তৈরি করার জন্য এমনটা করেছেন।
যদিও মুদ্রার অন্য পিঠ অন্য কাহিনী বলছে। অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে যে শোভিতা আর নাগার এই প্রেমকাহিনী আরোপিত। আর এটা তৈরি করেছেন সামান্থা ও তাঁর জনসংযোগ টিম। তাঁরাই জনগণের চোখে নাগা চৈতন্যকে খলনায়ক তৈরি করার জন্য এমনটা করেছেন।
advertisement
3/6
এরকম সংবাদে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন সামান্থা। তিনি বলেছেন যে ছেলেমেয়ের ভাবনা-চিন্তার মধ্যে যে কতটা তফাৎ আছে সেটা এক্ষেত্রে স্পষ্ট। বিবাহবিচ্ছেদ হলেই মেয়েদের যে কোনও পদক্ষেপের দিকে আগে আঙুল তুলে প্রশ্ন করা হয়। কিন্তু এবারে নিজের হয়ে কথা বলার জন্য রীতিমতো কোমর বেঁধে মাঠে নামছেন সামান্থা।
এরকম সংবাদে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন সামান্থা। তিনি বলেছেন যে ছেলেমেয়ের ভাবনা-চিন্তার মধ্যে যে কতটা তফাৎ আছে সেটা এক্ষেত্রে স্পষ্ট। বিবাহবিচ্ছেদ হলেই মেয়েদের যে কোনও পদক্ষেপের দিকে আগে আঙুল তুলে প্রশ্ন করা হয়। কিন্তু এবারে নিজের হয়ে কথা বলার জন্য রীতিমতো কোমর বেঁধে মাঠে নামছেন সামান্থা।
advertisement
4/6
কফি উইথ করণের (Koffee With Karan) একটি এপিসোডে তাঁকে দেখা যাবে এই নিয়ে কথা বলতে। করণ জোহরের (Karan Johar) এই টক শো সিনেমহলে যথেষ্ট জনপ্রিয়। বলতে গেলে অভিনেতারা এখানে আসতে পারলে বর্তে যান। ফলত অনেকেই মুখিয়ে আছেন সামান্থা কী বলেন সেটা দেখার জন্য।
কফি উইথ করণের (Koffee With Karan) একটি এপিসোডে তাঁকে দেখা যাবে এই নিয়ে কথা বলতে। করণ জোহরের (Karan Johar) এই টক শো সিনেমহলে যথেষ্ট জনপ্রিয়। বলতে গেলে অভিনেতারা এখানে আসতে পারলে বর্তে যান। ফলত অনেকেই মুখিয়ে আছেন সামান্থা কী বলেন সেটা দেখার জন্য।
advertisement
5/6
২০১৭ সালে ডেসটিনেশন ওয়েডিং করে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য ও সামান্থা। কিন্তু এই বছরেই তাঁরা বিবৃতি দেন যে ব্যক্তিগত কারণে তাঁরা আলাদা হচ্ছেন। যদিও ঠিক কী কারণে তাঁরা আলাদা হচ্ছেন সেই নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। বার বার শোভিতা ধুলিপালার নাম এলেও অনেকেই বলছেন যে উল্কা গতিতে সামান্থার উত্থান মেনে নিতে পারছেন না চৈতন্য। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি নাগা।
২০১৭ সালে ডেসটিনেশন ওয়েডিং করে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য ও সামান্থা। কিন্তু এই বছরেই তাঁরা বিবৃতি দেন যে ব্যক্তিগত কারণে তাঁরা আলাদা হচ্ছেন। যদিও ঠিক কী কারণে তাঁরা আলাদা হচ্ছেন সেই নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। বার বার শোভিতা ধুলিপালার নাম এলেও অনেকেই বলছেন যে উল্কা গতিতে সামান্থার উত্থান মেনে নিতে পারছেন না চৈতন্য। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি নাগা।
advertisement
6/6
তামিল ও তেলেগু দর্শকের কাছে সামান্থার অভিনয় দক্ষতা নতুন কিছু নয়। হিন্দিতেও ফ্যামিলি ম্যান ২ (The Family Man 2) ওয়েব সিরিজে মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) মতো দুঁদে অভিনেতার সঙ্গে সমান সমানে টক্কর দিয়েছেন সামান্থা। এবার কানাকানি চলছে যে খুব তাড়াতাড়ি ওয়েব সিরিজের গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় ডেবিউ করতে দেখা যাবে সামান্থাকে। সে কারণেই না কি মুম্বইতে মস্ত বড় বাংলোও কিনেছেন তিনি!
তামিল ও তেলেগু দর্শকের কাছে সামান্থার অভিনয় দক্ষতা নতুন কিছু নয়। হিন্দিতেও ফ্যামিলি ম্যান ২ (The Family Man 2) ওয়েব সিরিজে মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) মতো দুঁদে অভিনেতার সঙ্গে সমান সমানে টক্কর দিয়েছেন সামান্থা। এবার কানাকানি চলছে যে খুব তাড়াতাড়ি ওয়েব সিরিজের গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় ডেবিউ করতে দেখা যাবে সামান্থাকে। সে কারণেই না কি মুম্বইতে মস্ত বড় বাংলোও কিনেছেন তিনি!
advertisement
advertisement
advertisement